মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

এলজিইডির কাজের অগ্রগতি পরিদর্শনে এমপি শাওন

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ১২:০১ এএম

ভোলা জেলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে দুই কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ফরাজগঞ্জ লঞ্চঘাট থেকে আরএইচডি সড়ক পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তার পাকাকরণ কাজের অগ্রগতি পরিদর্শন করলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় কাজের গুনগতমান বজায় রেখে কাজ করার নির্দেশ প্রদান করেন।

গতকাল দুপুরে কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী, ম. বিল্লাল হোসেন, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ।

এদিকে গতকাল ১৫ মার্চ দুপুরে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে লালমোহন উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি শাওন।

তিনি বলেন, মহামারী করোনার মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে নির্দেশনা অনুযায়ী আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন করতে হবে। এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন