দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২টি বিদেশি পিস্তুল, ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ২৭ বোতল মদ, ২৬ বোতল ফেনসিডিল ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চরচিলমারী এবং প্রাগপুর বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে সুবেদার সবুর সিকদারের নেতৃত্বে চরচিলমারী বিওপির টহল দল শনিবার রাত দেড়টার দিকে ১৫৭/২ এস সীমান্ত পিলার সংলগ্ন দেশ অভ্যন্তরে মরারপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ১০ বোতল মদ, ১৭ বোতল ফেনসিডিল এবং পাঁচশত গ্রাম গাঁজা উদ্ধার করেছে। অপরদিকে সুবেদার জাকির হোসেনের নেতৃত্বে প্রাগপুর বিওপির টহল দল রাত সাড়ে ১২টার দিকে ১৪৮ সীমান্ত সংলগ্ন প্রাগপুর দক্ষিণমাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১৭ বোতল মদ এবং ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। তবে উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের সাথে জড়িত কেউ আটক হয়নি বলে বিজিবি সূত্র জানিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন