পায়ে হেঁটে ১৫০ কি.মি. পথ পাড়ি দিবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউটের তিন সদস্য। ‘প্লাস্টিক ব্যবহার বর্জন করি, পরিবেশকে রক্ষা করি’ প্রতিপাদ্য নিয়ে এই পরিভ্রমণ শুরু হবে ২৪ মার্চ থেকে এবং শেষ হবে ২৮ মার্চ। চট্টগ্রাম জেলার লোহাগাড়া থেকে কক্সবাজার জেলার টেকনাফে গিয়ে শেষ হবে এই পরিভ্রমণ
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের তিন রোভারের পরিভ্রমণ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ সম্পাদক মো. জিয়া উদ্দিন ও গার্লস ইন রোভার স্কাউট গ্রুপ সম্পাদক জান্নাতুল ফেরদৌস।
পরিভ্রমণকারী দলের নেতৃত্ব দিবেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী ও সিনিয়র রোভারমেট খোরশেদ আলম। সাথে থাকবেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী রোভারমেট আব্দুর রহমান ও অর্থনীতি বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী রোভারমেট রাশেদুল আমীন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন