শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিয়ানীবাজারে হেফাজত আওয়ামীলীগ সংঘর্ষ

বিয়ানীবাজার (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ২:৪০ পিএম

সিলেটের বিয়ানীবাজারে হেফাজতের সাথে আওয়ামীলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সভাপতিসহ উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। উপজেলা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ শতর্ক অবস্থানে রয়েছে।
জানাযায়, রোববার বাদ জোহর বিয়ানীবাজার কেন্দ্রীয় মসজিদের সামন থেকে হেফাজতে ইসলাম মিছিল বের করার চেষ্ঠা করে। এর পূর্ব থেকে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ হরতার বিরোধী মিছিলের প্রস্তুতি নিয়ে উত্তরবাজারে অবস্থান করে মিছিল বের করে এ সময়ে উভয়ের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ উভয় পক্ষকে ঘিরে রেখেছে। থমথমে অবস্থা বিরাজ করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Rakibul Hasan ২৮ মার্চ, ২০২১, ৪:০৫ পিএম says : 0
আল্লাহ তুমি আলেমদের রক্ষা কর
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন