শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বাউফলে ডায়েরিয়া আক্রান্তদের সংখ্যা বেড়েই চলছে

বাউফল (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২১, ৮:০৮ পিএম

বাউফলে ডায়েরিয়া মহামারি আকার ধারণ করেছে। বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে গত তিন দিনে ৬৯ জনকে ভর্তি করা হয়েছেন। তার মধ্যে ৫৮ জনই হচ্ছেন ডায়েরিয়ায় আক্রান্ত রোগী। এর মধ্যে আবার অধিকাংশ শিশু। আজ শনিবার (দুপুর ২টা পর্যন্ত) ভর্তি হয়েছেন ১১ জন।

গত মাসে (মার্চ) এ স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ৩৩৫ জন ডায়েরিয়া আক্রান্ত রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে যে হারে ডায়েরিয়ায় আক্রান্তদের সংখ্যা বেড়ে চলছে, তাতে আর অল্প কয়েকদিনের মধ্যে মহামারি আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসব ডায়েরিয়ায় আক্রন্তদের চিকিৎসা সেবা দিতে গিয়ে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে কোন জায়গা নেই। তাই আক্রন্তদের ডায়েরিয়া ওয়ার্ডের বাই ফ্লোরে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা জানান, ডায়েরিয়া বেড়ে যাওয়ায় অন্যতম দুইটি কারণ হলো আবহাওয়া পরিবর্তন ও তরমুজ খেয়ে আক্রান্ত হচ্ছেন। তিনি আরও জানান, অতীতের যে কোন বছরের তুলনায় এবার ডায়েরিয়ায় আক্রান্তের হার বেশী। তিনি সবাইকে স্বাস্থ্য সম্মত খাবার গ্রহণ ও স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। একদিকে করোনাভাইরাসের হানা, অন্য দিকে ডায়েরিয়ায় আক্রান্তের হার বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পরেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন