রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মুক্তিযুদ্ধের ওপর নির্মিত হবে ছয় প্রামাণ্যচিত্র

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২১, ১২:০৪ এএম

‘মুক্তিযুদ্ধ ৭১’ এবং বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট-এর যৌথ উদ্যোগে মুক্তিযুদ্ধের ওপর ছয়টি প্রামাণ্যচিত্র নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রামাণ্যচিত্রগুলো হচ্ছে, মুজিবনগর সরকার গঠন ও কর্মকান্ড, চট্টগ্রামের প্রাথমিক প্রতিরোধ যুদ্ধ (মার্চ-এপ্রিল), বিলোনিয়ার যুদ্ধ, নৌ-কমান্ডোদের অভিযান, বাংলাদেশ বিমান বাহিনী গঠন ও অপারেশনসমূহ এবং জনযুদ্ধ একাত্তর। প্রতিটি প্রামাণ্যচিত্রের দৈর্ঘ্য হবে এক ঘন্টা এবং প্রতিটির বাজেট তিন লাখ টাকা। প্রামাণ্যচিত্রগুলো নির্মাণ করবেন বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীরা। বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের পরিচালক ও বিশিষ্ট চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল প্রামাণ্যচিত্রগুলো নির্মাণের তত্ত¡াবধান করবেন। তানভীর মোকাম্মেল মুক্তিযুদ্ধের উপর তার নির্মিত মেগা-প্রামাণ্যচিত্র ‘১৯৭১-এর জন্যে যে দুইশ’ ঘন্টা ফুটেজ শুট করেছিলেন তা এসব নির্মাতাদের ব্যবহারের সুযোগ দেয়া হবে। এ মাসেই প্রামাণ্যচিত্রগুলোর নির্মাতাদের নির্বাচন চূড়ান্ত ও গবেষণার কাজ শুরু করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন