শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিচারের অপেক্ষায় পরিবার

আবরার হত্যার দেড় বছর আজ

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার : | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

আবরার ফাহাদ হত্যার দেড় বছর আজ। তার হত্যাকারীদের বিচারের অপেক্ষায় পরিবারসহ সারাদেশের মানুষ। এ বিষয়ে আবরার ফাহাদের ছোটভাই আবরার ফায়াজ তার ফেসবুকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছে। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আজ ১.৫ বছর হলো ভাইয়াকে হত্যা করার। এখনো বিচার চলছে। জানিনা কবে শেষ হবে। পরিবারের সবাই বিচার শেষ হওয়ার জন্য অপেক্ষায় আছে। গত ৬ মাস ধরে আব্বু ঢাকাতে আদালতেই ঘুরছে। করোনার জন্য যদিও এখন বাসায়। কবে যে এতদিন গেলো বুঝতেই পারিনি কেউ। সময় গেলেও আব্বু-আম্মু কারোর অবস্থায় একটুও পরিবর্তন হয়নি। বাকি অন্যদেরও না। আসলে সেই শূন্যতা আরো বেশি তীব্র হচ্ছে যত দিন যাচ্ছে। আম্মুর অবস্থাও আগের থেকে খারাপ হচ্ছে। এভাবেই হয়তো বাকি দিন চলে যাবে। জানিনা আরো কত বছর লাগবে বিচার শেষ হতে। তবুও আশা যত দ্রুত সম্ভব শেষ হবে। কিন্তু আমাদের দেশে চাইলেও বিচার দ্রুত হওয়া সম্ভব না।

এখনো ৩ জন খুনি বাইরে ঘুরে বেড়াচ্ছে। জানিনা তারা কোনোদিন ধরা পড়বে কিনা। এখনতো তাদের ধরতে কোনো চেষ্টাও নেই’।
আক্ষেপ আছে অনেক কিন্তু করার নেই কিছুই। দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। আল্লাহ ওকে জান্নাত নসিব করুক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন