শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

‘আজিব দাস্তান্স’ ভূমিকা নিয়ে ফাতিমা সানা শেখ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

“আমার চরিত্র লিপাক্ষি আমার নিজের বা আমি আগে যেসব ভূমিকায় অভিনয় করেছি তার চেয়ে একেবারে আলাদা। আমি ভাবতে চাই আমি তার মত সাহসী কিন্তু সৌভাগ্যক্রমে আমার জীবনে ভালবাসা আছে। লিপাক্ষি খুব আক্রমণাত্মক এবং কোনও বাধা নেই তার। অন্যদিকে আমার অনেক বাধ্যবাধকতা আছে, মনোযোগ আকর্ষণের জন্য এবং খেলবার জন্য সে যে কোনও পথ অবলম্বন করতে পারে, পক্ষান্তরে আমি তা করব না। লিপাক্ষির মত বাধ্যবাধকতাহীন চরিত্র করা একটি বড় চ্যালেঞ্জ,” ফাতিমা সানা শেখ বলেন। জয়দীপ আহলাওয়াত রূপায়িত চরিত্রের স্ত্রী লিপাক্ষি দাম্পত্য জীবনে অসুখী এক তরুণী। সে সবসময় ভালবাসা আর মনোযোগ পেতে মুখিয়ে থাকে। বাড়িতে এক তরুণের আগমনে তার জীবনে বিপর্যয় নেমে আসে। ‘আজিব দাস্তান্স’ ঈর্ষা, কুসংস্কার, অধিকার বোধ এবং প্রতিহিংসার মত মানবীয় আবেগ অনুভূতি ও তার প্রভাব নিয়ে চারটি কাহিনীর সমন্বয়। অ্যান্থলজি ধারায় শশাঙ্ক খৈতান, রাজ মেহতা, নীরাজ ঘাইওয়ান এবং কায়োজে ইরানি চলচ্চিত্রটি পরিচালনা করেছেন। অভিনয় করেছেন- ফাতিমা সানা শেখ, জয়দীপ আহলাওয়াত, আরমান রাহলান, ইনায়েত ভার্মা, অভিষেক ব্যানার্জি, নুসরাত ভারুচা, কঙ্কনা সেন শর্মা, অদিতি রাও হায়দারি, শেফালি শাহ, মানব কওল এবং টোটা রায় চৌধুরী। ১৬ এপ্রিল নেটফ্লিক্সে ‘আজিব দাস্তান্স’ মুক্তি পেয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন