শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বরিশালে সেনাবাহিনীর আইভি স্যালাইন বিতরণ

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

দক্ষিণাঞ্চলে মহামারি প্রতিরোধে ডায়রিয়া রোগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের পক্ষে ক্যাপ্টেন সৈকত বরিশাল জেলা সিভিল সার্জনের কাছে ডায়রিয়া রোগীদের জন্য আইভি স্যালাইন হস্তান্তর করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ৬ পদাতিক ব্রিগেডের আয়োজনে এক হাজার প্যাকেট আইভি স্যালাইন সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হয়।

বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, সম্প্রতি বরিশালসহ উপক‚লীয় এলাকায় ডায়রিয়া ছড়িয়ে পরায় স্যালাইনের প্রয়োজনীয়তা অনেক বৃদ্ধি পেয়েছে। সহমর্মিতার নিদর্শন হিসেবে সেনাবাহিনীর পক্ষ থেকে এই স্যালাইনগুলো সিভিল সার্জন অফিসে হস্তান্তর করা হয়েছে। এছাড়া বরিশালের বাবুগঞ্জ, মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় আরো ৩ হাজার প্যাকেট আইভি স্যালাইন প্রদান করেছে সেনাবাহিনী।

অপরদিকে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন স্থানে সর্বসাধারণের মাঝে বিনামূল্যে নিরাপদ খাবার পানি বিতরণ করেছে সেনাবাহিনী। এসময় সেনাবাহিনীর পক্ষ থেকে ৬২ ইস্টবেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন মো. ইয়াসির আরাফাতসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন