বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বাকুর পথে যুবকরা বিলি করে ইফতারের প্যাকেট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০২১, ১২:০১ এএম

মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করবে, কিন্তু রোজাদারের সওয়াব কমানো হবে না’। (তিরমিযী : ৮০৪) মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে পৃথিবীব্যাপী মুসলিমরা অপর মুসলিম রোজাদার ভাইকে ইফতার করাতে উদগ্রীব থাকেন। গ্রহণে নয় দানেই প্রশান্তি পেতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইফতার বিতরণ করতে দেখা যায়। যেমন দেখা গেল আজারবাইজানের রাজধানী বাকুর রাস্তায়।
পবিত্র রমজানে ইউরেশিয়ান আঞ্চলিক কেন্দ্রের ইসলামিক সহযোগিতা যুব ফোরাম (আইসিওয়াইএফ - ইআরসি)-এর পবিত্র মাস এবং ‘আসান স্বেচ্ছাসেবক যুব সংস্থা-এর পাবলিক ইউনিয়ন যৌথ দাতব্য সপ্তাহের সূচনা করেছে। আইসিওয়াইএফ-ইআরসি-এর সহায়তায় এবং এএসএন স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে প্রথম সপ্তাহের মধ্যেই বাকুর বিভিন্ন অংশে পথচারী ও বাড়ি ফেরতা মানুষের মাঝে ইফতারের ছোট ছোট প্যাকেট এবং পানি বিতরণ করে। আরও বেশ কয়েক দিন অব্যাহত থাকবে এমন কার্যক্রম। উদ্দেশ্য হ’ল সহায়তা এবং দাতব্য হিসাবে মূল্যবোধে মানুষকে উদ্বুদ্ধকরা, বিশেষত রমজানের সময় সমাজে স্বেচ্ছাসেবীর সংস্কৃতি এবং পাশাপাশি মানুষকে ইতিবাচকভাবে প্রভাবিত করা। সূত্র : আজের নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Dadhack ৪ মে, ২০২১, ১১:৪৭ এএম says : 0
May Allah guide Azerbaijani muslim into real Islam. Ameen
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন