শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ঈদে সিনেমা মুক্তি দেয়া নিয়ে দ্বিধা-দ্ব›দ্ব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ১২:০২ এএম

লকডাউনের কারণে ঈদে সিনেমা মুক্তি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। সাধারণত সিনেমা ব্যবসার জন্য ঈদ একটি বড় উপলক্ষ। প্রযোজকরা এ সময় একাধিক সিনেমা মুক্তি দেয়ার প্রস্তুতি নেন। তবে করোনার কারণে গত দুই ঈদে সিনেমা মুক্তি দেয়া হয়নি বললেই চলে। এবারও মুক্তি পাবে কিনা, তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। এবারের ঈদে ৫-৬ টি সিনেমা মুক্তির কথা ছিল। করোনা পরিস্থিতির কারণে তা এখন অনিশ্চিত। তবে সিনেমার প্রযোজক, পরিচালকরা আশা ছাড়েননি। তারা অপেক্ষায় আছেন করোনা পরিস্থিতির উন্নতির দিকে। পরিস্থিতি যদি উন্নতি হয়, তারপরও প্রযোজকরা সিনেমা মুক্তি দিয়ে লোকসানের আশঙ্কা করছেন। এবারের ঈদে শাকিব খান অভিনীত দুটি সিনেমা অন্তরাত্মা ও বিদ্রোহী মুক্তি দেয়ার কথা ছিল। ইতোমধ্যে অন্তরাত্মা মুক্তি না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিনেমাটির প্রযোজক সোহানী হোসেন জানিয়েছেন, যখনই সিনেমাটি মুক্তি পাবে, মানুষ পছন্দ করবে বলে আমার বিশ্বাস। বিদ্রোহী সিনেমার প্রযোজক সেলিম খান জানান, আমরা মুক্তি দেয়ার জন্যই ঘোষণা দিয়েছি। কিন্তু কোথায় মুক্তি দিবো? হল খোলা থাকবে কিনা বুঝতে পারছি না। অন্যদিকে বিগ বাজেটের সিনেমা মিশন এক্সট্রিম মুক্তি দেয়া হবে কিনা এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সিনেমার প্রযোজক ও পরিচালকদের একজন সানী সানোয়ার জানান, মুক্তির সিদ্ধান্ত আমরা এখনো নেইনি। এই সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেবো। করোনা পরিস্থিতিটা পর্যবেক্ষণ করছি। মানুষের মধ্যে কি পরিমাণ সচেতনতা আছে বা সিনেমার প্রতি আগ্রহ আছে কিনা এগুলো পর্যবেক্ষণ করেই চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেবো। শান নামে একটি সিনেমার মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির প্রযোজক ও কাহিনীকার আজাদ খান জানান, আরো দুই-এক দিন পরিস্থিতি দেখতে চাই। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেব।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন