জীবিকা নির্বাহের জন্য মানুষকে আল্লাহ নানা প্রকারের উপকরণ প্রদান করেছেন। এগুলোর মধ্যে বৈধভাবে ব্যবসা বাণিজ্য করা অন্যতম। অনেক কিছু হালাল যেমন রয়েছে, অনেক খিছু হারাম-অবৈধ নিষিদ্ধও রয়েছে। যেমন- খাদ্য হিসেবে শুকর, কুকুর ইত্যাদি হারাম। অনুরূপভাবে মদ হারাম। ব্যবহারিক জীবনে সৎ ও সততার সাথে ব্যবসা বাণিজ্য করা কিম্বা অন্য পেশা অবলম্বন করার উপর ইসলাম বিশেষ গুরুত্বারোপ করেছে এবং সততার সাথে ব্যবসা করতে উৎসাহিতও করেছে, যা হালাল উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম।
কোরআন ও হাদীসে হালাল ও হারাম সম্পর্কে বহু কথা বলা হয়েছে। দোআ কবুল হওয়ার জন্য হাদীসে হালাল রিজিকের প্রভাবের কথা বলা হয়েছে। মুসলিম শরীফে হজরত আবু হোরায়রা (রা.) কর্তৃক বর্ণিত একটি হাদীস এই যে, রসূলুল্লাহ (সা.) বলেছেন : আল্লাহতাআলা পবিত্র এবং তিনি কেবল পবিত্র মালই গ্রহণ করেন এবং আল্লাহ তাআলা মোমেনদেরকে এই নির্দেশ দান করেছেন, যা নির্দেশ করেছেন তার রসূলগণকে।
তিনি বলেছেন : হে পয়গম্বরগণ! তোমরা পবিত্র খাদ্য খাও এবং নেক আমল কর। আর মোমেনদের উদ্দেশ্য করে তিনি বলেন, হে বিশ্বাসীগণ! আমি যেসব পবিত্র ও হালাল বস্তু তোমাদেরকে দান করেছি, সেগুলো খাও। অতঃপর এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেন, যে দীর্ঘ পথ অতিক্রম করে একটি পবিত্র স্থানে আসে, তার মুখমন্ডল ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে যায় এবং সে দুই হাত আসমানের দিকে উত্তোলন করে বলতে থাকে, হে আমার রব! এবং দোআ করে অথচ তার খাদ্য হারাম, তার পানি হারাম এবং পোশাক হারাম এবং হারামের ওপরই প্রতিপালিত। তাহলে এমন ব্যক্তির দোআ কিভাবে কবুল হতে পারে?
এ হাদীসে দুইটি বিষয়ের উল্লেখ করা হয়েছে। প্রথমত: আল্লাহ কেবল সেই সদকা (দান) গ্রহণ করেন, যা পবিত্র ও বৈধ উপার্জন দ্বারা অর্জিত। হারাম দ্বারা উপার্জিত মাল যদি আল্লাহর পথে খরচ করা হয়, তা তিনি কবুল করবেন না। দ্বিতীয়ত : যদি ব্যক্তির উপার্জন নাজায়েজ বা অবৈধ উপায়ে হয়, তা হলে তার দোআ আল্লাহ কবুল করবেন না।
হজরত আবু হোরায়রা (রা.) বর্ণনা করেন যে, রসূলুল্লাহ (সা.) বলেছেন : লোকদের ওপর এমন এক যুগ আসবে যখন কোনো লোক পরোওয়া করবে না যে, সে যে মাল অর্জন করেছে তা হালাল কিংবা হারাম। (বোখারী)। হারাম উপার্জনের পরিণতি সম্পর্কে হাদীসে কড়া সতর্কবাণী এসেছে।
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বর্ণনা করেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন : কোনো বান্দা হারাম মাল কামাই করে, অতঃপর তা হতে আল্লাহর রাস্তায় দান করে, তাহলে তার পক্ষ হতে এ দান কবুল করা হবে না এবং যদি তার নিজের এবং পরিবারবর্গের জন্য খরচ করে তা হলে তাতে বরকত হবে না এবং যদি তা রেখে তার মৃত্যু হয়, তা হলে তা জাহান্নামের দিকে তার সফর সঙ্গী হবে। আল্লাহ তাআলা মন্দকে মন্দের দ্বারা মুছে ফেলেন না বরং মন্দ কাজকে ভালো কাজ দ্বারা মুছে ফেলেন। খুবস-অপবিত্র মুছে না। (মেশকাত)।
এ হাদীস দ্বারা জানা যায় যে নেক বা ভালো কাজ বৈধ উপায়ে করা হলে ওটাকেই নেক কাজ বলা হবে। উদ্দেশ্য যেমন পবিত্র হওয়া উচিত, তেমনি তার মাধ্যমও পবিত্র হতে হবে। সাধারণভাবে মানব জীবনের সর্বক্ষেত্রে এবং সর্বাবস্থায় হালাল-হারামের বিষয়গুলো অনুসরণীয় হলেও পবিত্র রমজানে যারা মাসব্যাপী ফরজ রোজা পালন করে থাকেন, তাদের জন্য বিশেষভাবে প্রয়োজন হালাল উপায়ে অর্জিত হালাল মাল দ্বারা রোজা পালন করা এবং হালাল দ্বারা দান-সদকা করা। এ মাসের অসীম বরকত-সৌভাগ্য লাভ করতে রোজাগুলো যেমন ত্রুটিমুক্ত হওয়া উচিত, তেমনি হালাল মাল দ্বারা দান-সদকা করাও একান্ত আবশ্যক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন