শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বরিশালে ফের চালু বাসদের মানবতার বাজার

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১১ মে, ২০২১, ১২:০৪ এএম

করোনার দ্বিতীয় ঢেউয়ে বরিশালে দুই শতাধিক অস্বচ্ছল, কর্মহীন ও দুঃস্থ অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ভ্রাম্যমাণ মানবতার বাজারের মাধ্যমে চাল, ডাল, তেল, সবজি, আটা ও ঈদ সামগ্রী তুলে দেন বাসদ বরিশাল জেলা নেতৃবৃন্দ। নগরীর সদররোড ও আমতলা সড়ক এলাকার দুটি স্থানে বরিশাল জেলা সমাজতান্ত্রিক দল (বাসদ) ভ্রাম্যমাণ মানবতার বাজারের কার্যক্রম চালু করেছে। বাসদ জেলা কমিটির আহবায়ক ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীসহ বিভিন্ন নেতৃবৃন্দ এ কার্যক্রমের সূচনা করেছেন।

বাসদ সদস্য সচিব মনীষা চক্রবর্তী জানান, করোনার প্রথম থেকে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অসহায় মানুষদের সেবা দেবার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছিলাম। তারই ধারাবাহিকতায় এবারও নতুন করে সহযোগিতার জন্য কাজ শুরু করেছিলাম। অসহায়, অস্বচ্ছল মানুষের জন্য অমৃত লাল দে কলেজ মাঠে গত ৬ মে মানবতার বাজারের কার্যক্রম শুরু করেছিলাম। হঠাৎ করে এক অশুভ শক্তির ইশারায় কার্যক্রম বন্ধ করে দেয়ার প্রচেষ্টা চালানো হয়। কিন্তু তারা বোঝেননি এই কাজ আমরা আমাদের নিজেদের স্বার্থে করছি না। করোনার মধ্যে অসহায় হয়ে পড়া মানুষকে বিনামূল্যে খাদ্যের ব্যবস্থা করে দিচ্ছি যাতে পরিবার-পরিজন নিয়ে এক বেলা দু’মুঠো ভাত খেতে পারে। এখন দেখছি এই ভালো কাজটিও তাদের সহ্য হচ্ছে না। আমাদের প্রতিটি কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করে বাধাগ্রস্ত করা হচ্ছে। পরে নগরীর বিভিন্ন স্থান থেকে আসা অসহায়, অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য তুলে দেন বাসদ নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন