শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বান্দরবানে সেনাবাহিনীর অভিযান এসএমজি ও গুলি উদ্ধার

স্টাফ রিপোটার, বান্দরবান : | প্রকাশের সময় : ১২ মে, ২০২১, ১২:০০ এএম

বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে রাশিয়ার তৈরি দুটি এসএমজি রাইফেল, ১৫ রাউন্ড গুলি, দেশীয় মদ, আফিমসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার ভোর রাতে রুমা উপজেলার মিনঝিড়ি পাড়ার কাছে একটি পাহাড়েরর জুম ঘরে অভিযান চালিয়ে সেনাবাহিনীর সদস্যরা এসব সরঞ্জাম অস্ত্র উদ্ধার করে। অভিযানের সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়ে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এসময় সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ও উদ্ধার করা হয় বেশ কিছু মালামাল।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, অভিযানের পর সন্ত্রাসীদের আস্তানা থেকে তল্লাশি চালিয়ে রাশিয়ার তৈরি দুইটি এসএমজি, ৩টি ম্যাগজিন, ১৫ রাউন্ড গুলি, বেশ কিছু মাদক ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানের নেতৃত্বদানকারী সেনাবাহিনীর রুমা ২৭ বেঙ্গল জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জোবায়ের শফিক জানান, একদল সন্ত্রাসী পাহাড়ে জুম ঘরে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে, সেনাবাহিনীর সদস্যরা ও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি করে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসীদের বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জাম গুলো রুমা সেনানিবাসে আনা হয়েছে। উল্লেখ্য গত ভোররাতে জেলার রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং এলাকায় বান্দরবান সেনা জোনের একটি অপারেশন দল এ অভিযান চালিয়ে সন্ত্রাসী আস্তায় থেকে ৯মি.মি ম্যাগজিনসহ পিস্তল ১টি, একে- ৪৭ রাইফেল ম্যাগজিন, একাধিক এ্যামোনিশন বাউন্ডিয়ার, ধারালো দেশী অস্ত্র, কমান্ডো নাইফ, ২৫৮ রাউন্ড গোলাবারুধ, ওয়াকিটকি, জেএসএস সন্ত্রাসীদের ব্যবহৃত জলপাই রংয়েল একাধিক পোশাক, চাদা আদায়ের রশিদসহ সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ বিপুল পরিমাণ গোলাবারুধ এবং অস্ত্র সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mizan ১২ মে, ২০২১, ১০:১৮ এএম says : 0
I respect@proud my bangladesh army.Thanks all .
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন