বিয়ের পর থেকে সংসার নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে মাঝে মাঝেই তার সংসার ভাঙ্গার গুঞ্জণ শোনা গেছে। এ নিয়ে মাহি ফেসবুকে পরোক্ষভাবে অনেক কথাই বলতেন। তবে শেষ পর্যন্ত তার সংসার আর টিকল না। ভেঙ্গে গেছে তার সংসার। মাহি নিজেই গত ২২ মে রাতে তার ফেসবুকে জানিয়েছেন। মাহি লিখেছেন, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো।আমি তোমাদের আজীবন মিস করবো। এ পোস্ট নিয়ে জানতে চাইলে মাহি তার ডিভোর্সের সত্যতা নিশ্চিত করেন। তবে তার অনুরোধ নেতিবাচক কোনো কিছু আলোচনায় না আনতে। তিনি চান প্রাক্তন স্বামী ও শ্বশুরবাড়ির প্রতি সম্মানবোধটা বেঁচে থাকুক। তবে কী কারণে তার সংসার ভাঙ্গলো এ ব্যাপারে মুখ খোলেননি মাহি। এদিকে তার স্বামী পারভেজ মাহমুদ অপু বিচ্ছেদের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। অপু বলেন, আমি ফেসবুকে দেখলাম এবং সাংবাদিকেদের কাছ থেকে শুনলাম। এ বিষয়ে মাহির সঙ্গে কথা বলে বিস্তারিত জানাব। উল্লেখ্য, সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালে বিয়ে করেছিলেন এ নায়িকা। এর মধ্যে বেশ কয়েকবার তার সংসার ভাঙনের গুঞ্জণ উঠেছিল। তবে প্রতিবারই স্বামীর সঙ্গে রোমান্টিক ছবি কিংবা স্ট্যাটাস দিয়ে গুঞ্জণ উড়িয়ে দিয়েছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন