শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

দ্বিতীয় বিয়ে করলেন মাহিয়া মাহি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

আগেই গুঞ্জণ ছিল চিত্রনায়িকা মাহির সঙ্গে গাজীপুরের এক রাজনীতিক ও ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এই গুঞ্জণ সত্যি করে অবশেষে কামরুজ্জামনা সরকার রকিবকে বিয়ে করেছেন মাহি। এটি তার দ্বিতীয় বিয়ে। ফেসবুকে গত রোববার রাত ১২টার পর বিয়ের ছবি প্রকাশ করে মাহি নিজেই বিয়ের খবর দিয়েছেন। দ্বিতীয় বিয়ে করাটাকে তিনি আগেই ‘সারপ্রাইজ’ হিসেবে ঘোষণা দিয়েছিলেন। তবে দ্বিতীয় বিয়ে করা ‘সারপ্রাইজ’ কিনা সেটাই প্রশ্ন। বিয়ের ছবি প্রকাশ করে ক্যাপশনে মাহি লিখেন, আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ইং ১২টা ০৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া। গত ৬ সেপ্টেম্বর মাহি জানান, ১৩ সেপ্টেম্বর তিনি সারপ্রাইজ দেবেন। এরপর থেকেই চলচ্চিত্র পাড়ায় গুঞ্জণ ছিল তিনি দ্বিতীয়বার বিয়ে করেছেন। তার নতুন স্বামী কামরুজ্জামান সরকার রাকিব গাজীপুরের রাজনীতিবিদ ও ব্যবসায়ী। এটি তারও দ্বিতীয় বিয়ে। মাহির সঙ্গে তার আগে থেকেই বন্ধুত্ব ছিল। এদিকে মাহির নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে তার সাবেক স্বামী সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু বলেন, মাহির নতুন জীবনের জন্য শুভ কামনা। মাহির দ্বিতীয় স্বামী রাকিবকে আমি আগে থেকেই চিনি। মাহি আমার সাথে তাকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। আমরা বিভিন্ন সময় একসাথে ঘুরেছি। রাকিবের প্রথম ঘরে এক ছেলে ও এক মেয়ে আছে। সবকিছু জেনেই মাহি বিয়ে করেছেন। উল্লেখ্য, অপুকে ভালোবেসে ২০১৬ সালে বিয়ে করেন মাহি। এ বছরের ২২ মে পাঁচ বছরের সংসার ভেঙ্গে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন