শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পিচিচি ট্রফি মেসির

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ১২:০০ এএম

বার্সেলোনার সাদামাটা মৌসুমেও উজ্জ্বল লিওনেল মেসি। গোটা মৌসুমে সর্বোচ্চ ৩০ গোল করে জিতে নিলেন পিচিচি ট্রফি। সদ্য শেষ হওয়া মৌসুমে কাতালান ক্লাবটির সাফল্য কেবল কোপা দেল রে’র শিরোপা জয়। চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলো থেকে বিদায়ের পর এক রাউন্ড বাকি থাকতেই লা লিগার স্বপ্ন ভঙ্গ হয়েছে বার্সার। তবে নিজ আলোতে উজ্জ্বল ছিলেন মেসি। ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ জিতে নিয়েছেন টানা পঞ্চম পিচিচি ট্রফি। সবমিলিয়ে রেকর্ড আটবার ট্রফিটি জিতেছেন আর্জেন্টাইন সুপারস্টার।
গত মৌসুমেই সবচেয়ে বেশি পিচিচি ট্রফি জয়ের রেকর্ডে সাবেক স্প্যানিশ স্ট্রাইকার তেলমো জারাকে ছাড়িয়ে যান মেসি। ১৯৪৫ থেকে ১৯৫৩ সালের মধ্যে মোট ছয়বার পিচিচি জিতে রেকর্ড গড়েছিলেন অ্যাটলেটিক বিলবাওয়ের এই কিংবদন্তি।
এবারের পিচিচি জয়ে আরেক রেকর্ড গড়লেন মেসি। ইউরোপের শীর্ষ লীগগুলো মিলিয়ে সবচেয়ে বেশি সর্বাধিক গোল করার কীর্তি এখন বার্সা অধিনায়কের দখলে। জার্মানিতে সর্বাধিক সাতবার সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গার্ড মুলারের। এর আগে ২০০৯-১০ মৌসুমে ৩৪, ২০১১-১২ মৌসুমে ৫০, ২০১২-১৩ মৌসুমে ৪৬, ২০১৬-১৭ মৌসুমে ৩৭, ২০১৭-১৮ মৌসুমে ৩৪, ২০১৮-১৯ মৌসুমে ৩৬, ২০১৯-২০ মৌসুমে ২৫ গোল করে এই ট্রফি জিতেছিলেন মেসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন