ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বরগুনার মৎস্য বিভাগের তথ্যমতে মাছের ঘের ও পুকুরের মাছ জলোচ্ছ্বাসে ভেসে গিয়ে ১কোটি ২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব দৈনিক ইনকিলাবকে জানান, বরগুনায় ঘূর্ণিঝড় ইয়াসের কারণে জলোচ্ছ্বাসে ৬টি উপজেলায় ১,২৪৯ টি মাছের ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। যার আয়তন,৭৪ হেক্টর। প্রায় ৬০ মেট্রিকটন মাছ জলোচ্ছ্বাসে ভেসে গেছে বলে তিনি জানান। যার আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ টাকা।
এ ছাড়া বরগুনার কেওড়াবুনিয়া ইউনিয়নের ব্রাইট এগ্রো সার্ভিসের বায়োফ্লক পদ্ধতিতে চাষ করা ৬০ হাজার টাকা মূল্যের কৈ মাছ বিদ্যুৎ না থাকায় মারা গেছে।
সবচেয়ে বেশি মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে তালতলী উপজেলায়। এখানে ৬৯৯টি মাছের ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে।
আমতলী উপজেলায় ২৪০ টি এবং বরগুনা সদর উপজেলায় ১২৫ টি এবং ১৫৫ টি ঘের ও পুকুরের মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন