নগরীতে পাহাড় দখল করে মাটি কাটার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পালিয়ে গেছে আরও পাঁচজন। বায়েজিদ বোস্তামী থানার আরেফীন নগর থেকে রোববার গভীর রাতে মিলন হোসেন (৩৫) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি পাবনার চাটমোহরে। বাসা নগরীর আরেফীন নগর এলাকায়। তার বিরুদ্ধে পাহাড় কাটা, মাদকসহ বেশ কয়েকটি মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, আরেফীন নগরে জোহরা একাডেমি নামে একটি স্কুল সংলগ্ন পাহাড় কেটে সমতল করার খবর পেয়ে রাত দেড়টার দিকে থানা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় পুলিশ দেখে মাটি কাটাতে থাকা চার থেকে পাঁচজন ব্যক্তি পালিয়ে গেলেও মিলনকে ধরে ফেলেন পুলিশ সদস্যরা। মিলন পাহাড় দখল করে মাটি কেটে তা প্লট আকারে বিক্রির জন্য সমতল করছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন