শ্রীনগরে বাবার ছুরিকাঘাতে মানসিক ভারসাম্যহীন ছেলের খুনের ঘটনায় পুলিশ ২৪ ঘন্টার মধ্যে ঘাতক বাবাকে গ্রেপ্তার করে চার্জশীট প্রদান করেছে। মঙ্গলবার বিকালে শ্রীনগর থানা পুলিশ এই চার্জশীট প্রদান করে। চার্জশীট নম্বর ১২৯। শ্রীনগর থানা পুলিশ জানিয়েছে, মুন্সীগঞ্জের মধ্যে কোন হত্যাকান্ডের ঘটনায় এটিই দ্রুততম চার্জশীট। এর আগের রেকর্ড ছিল ৭২ ঘন্টার। একই থানার পারভীন বেগম হত্যা মামলার ঘটনায় পুলিশ তার ঘাতক স্বামীকে গ্রেপ্তার করে ৭২ ঘন্টার মধ্যে গত রবিবার চার্জশীট দিয়েছিল।
পুলিশ জানায়, সোমবার বিকাল ৫টার দিকে শ্রীনগর থানার গেটের পশ্চিম পাশের মেসার্স ফাহাদ স্টোরের মালিক গিয়াস উদ্দিন (৬০) তার ছেলে লিমন (২৮) কে ছুরিকাঘাত করে হত্যা করে। এর আগে লিমন তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে এসে টাকা চায়। বাবা গিয়াসউদ্দিন ছেলের বায়না পূরণে রাজি না হওয়ায় ছেলে তাকে মারধর শুরু করে। উপায় না দেখে গিয়াস উদ্দিন দোকানের চায়ের আদা-লেবু কাটার ছোরা দিয়ে ছেলের বুকে আঘাত করে। লিমন মাটিতে লুটিয়ে পরলে তার বাবা ও স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করে। পুলিশ হাসপাতাল থেকে গিয়াস উদ্দিনকে আটক করে। এ ঘটনায় লিমনের মা দেউলভোগ গ্রামের মমতাজ বেগম তার স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা জানান,মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরপরই ঘাতক বাবাকে একমাত্র আসামী করে পুলিশ ২৪ ঘন্টার মধ্যে চার্জশীট প্রদান করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন