করোনা সংক্রমণ রোধে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সংক্রমণ রোধে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা ও নিত্যদিনের পণ্যের দোকান বিকাল ৪ টার পর বন্ধ রাখার জন্য বলা হয়। এ সময় সিরাজদিখান ও বালুচরে সরকারী আদেশ অমান্য করায় ২৬৯ নং ধারায় ৭ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আজ রবিবার বিকালে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।
তিনি বলেন, করোনা ভাইরাস রোধে নতুন করে মুন্সীগঞ্জ জেলা লকডাউন ঘোষণা করেছে সরকার। সে নির্দেশনা অনুযায়ী লকডাউন বাস্তবায়নের লক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে । পরবর্তী নির্দেশনা ছাড়া এ অভিযান অব্যাহত থাকবে। এসময় সাথে ছিলেন, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন