মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম

‘মডেল মসজিদ’ ইসলামী ইতিহাসের এক নব দিগন্ত

খালেদ সাইফুল্লাহ সিদ্দিকী | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ১২:০০ এএম

এক অনন্য, অসাধারণ, বিস্ময়কর ও ইতিহাস সৃষ্টিকারী বিরল ধর্মীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুসলিম দুনিয়ার ইতিহাসে মডেল মসজিদ নির্মাণের এটি হচ্ছে পহেলা অপূর্ব দৃষ্টান্ত। চলতি বছরের ১০ জুন (২৮ শাওয়াল) তারিখটি বাংলাদেশে মসজিদ নির্মাণের ইতিহাসে সোনালী হরফে লিখিত থাকার মতো বৈপ্লবিক ঘটনা। এ ঘটনার জন্ম দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বৃহস্পতিবার সারা দেশে নির্মাণাধীন ৫৬০ মডেল মসজিদের মধ্যে কাজ সমাপ্ত হওয়া ৫০টি মসজিদের উদ্বোধন করেন তিনি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে নিজস্ব অর্থায়নে ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্রগুলো নির্মাণ করছে। এটাই হচ্ছে প্রথম কোনো সরকারের একই সময়ে এক সঙ্গে এত বিপুল সংখ্যক মসজিদ নির্মাণ, যা বিশে^ বিরল।

প্রতিবেশী দেশ ভারতে অহরহ মুসলমানদের মসজিদ অবমাননা ও ধ্বসের ঘটনা ছাড়াও বিশে^র নানা দেশে একই ঘটনাবলি ঘটেছে। আবার নানা দেশে মসজিদ নির্মাণের সুসংবাদও কম নয়। শতকরা ৯২ জন মুসলিম জনসংখ্যার এই দেশে তিন লক্ষাধিক মসজিদ রয়েছে বলে জানা যায়। এ দিক থেকে বাংলাদেশ মসজিদের দেশ হিসেবে বহু আগেই পরিচিতি লাভ করেছে। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার সরকার আরো ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করে যে চমক সৃষ্টি করেছেন তা রীতিমতো বিস্ময়কর এবং অনেকের জন্য ঈর্ষণীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার এ জন্য সংশ্লিষ্ট সকল মহলের সাধুবাদ পাওয়ার যোগ্য এবং আমরাও জানাই অভিনন্দন-মোবারকবাদ।

৫০টি মডেল মসজিদ উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী এগুলোর যেসব লক্ষ্য ও উদ্দেশ্যের কথা ব্যক্ত করেছেন সেগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশের ইতিহাসে মসজিদের এক নয়া অধ্যায়ের সূচনা হবে। এ দেশেও মসজিদ সম্পর্কে যাদের মন পরিষ্কার নয় এবং আজানের শব্দে ঘুম ভেঙে যায়, আশা করা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মডেল মসজিদ নির্মাণের ঐতিহাসিক পদক্ষেপ এবং ইসলাম সম্পর্কে আলোড়ন সৃষ্টিকারী বক্তব্য তারাও অনুধাবন করতে পারবেন।

প্রধানমন্ত্রী ৫০ মডেল মসজিদ উদ্বোধনকালে মসজিদের গুরুত্বের ওপর যে অসাধারণ বক্তব্য উপস্থাপন করেছেন তা প্রত্যেকটি মুসলিম হৃদয়কে নাড়া দেবে। তার গুরুত্বপূর্ণ বক্তব্যের সাথে সকলেই একমত হবেন যে, তিনি ‘লেবাস নয়, ইনসাফের ইসলামে বিশ^াসী’ হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি মডেল মসজিদ নির্মাণের যে সব উদ্দেশ্য ও লক্ষ্যের বিবরণ দিয়েছেন, তা তাঁর সুস্থ চিন্তা চেতনা সমৃদ্ধ, গভীর ইসলামী চিন্তা ধারারই বহিপ্রকাশ।

তাঁর সুউচ্চ চিন্তা ধারার এরূপ মডেল মসজিদ সমাজে অপরাধ প্রবণতা দমন করতে সহায়ক ভূমিকা পালন করবে এবং তাতে একটি আদর্শ সমাজ গড়ে উঠতে পারে। এসব মসজিদের মাধ্যমে প্রচলিত বহু সামাজিক অন্যায়, বঞ্চনা এবং নানা কুসংস্কারেরও অবসান ঘটা সম্ভব। প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী এসব মডেল মসজিদ কোনো প্রতিবন্ধকতা ছাড়া প্রত্যাশিত ও পরিকল্পিতভাবে কার্যকারিতা প্রদর্শণ করতে পারলে তা অনুকরণীয়-অনুপম আদর্শ হিসেবে গণ্য হতে পারে।

মডেল মসজিদ উদ্বোধনের বিষয়টি খুবই আনন্দের এবং ধন্যবাদার্হ। তবে এসব মসজিদ নির্মাণে বিভিন্ন স্থানে কিছু অনিয়ম, দুর্নীতিরও অভিযোগ প্রকাশিত হয়েছে, তা প্রধানমন্ত্রীর দৃষ্টির আড়ালে থাকার কথা নয়। মসজিদগুলোকে যেমন রাজনীতির প্রভাব হতে সম্পূর্ণ মুক্ত রাখতে হবে তেমনি দুর্নীতিমুক্তভাবে এসব আল্লাহর ঘর পরিচালনার জন্য সুষ্ঠু, সুন্দর ও ত্রুটিমুক্ত ব্যবস্থা থাকতে হবে।

মসজিদের আয় ব্যয় ও যাবতীয় পরিচালনা কার্যে অপচয় ও দুর্নীতি কঠোর হস্তে দমনের ব্যবস্থা থাকতে হবে এবং মসজিদকে যেন কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে, সে দিকে বিশেষ নজর রাখতে হবে। বর্তমানে প্রচলিত বহু মসজিদ কমিটি সম্পর্কে নানা অভিযোগের কথা শুনা যায়। মসজিদগুলোতে মতবাদি ঝগড়া বিবাদেরও অন্ত নেই। আর এটাও মনে রাখতে হবে যে, মডেল মসজিদগুলো সাবেক বিদ্যমান মসজিদগুলোর প্রতিপক্ষ হয়ে উম্মতকে আরো বহুধাবিভক্ত না করে। এ জন্য বিশেষ প্রয়োজন প্রশিক্ষণপ্রাপ্ত, যোগ্য, নিরপেক্ষ ইমাম-খতিব নিয়োগ করা এবং ভালো, সৎ মোওয়াজ্জেন রাখা। মসজিদ কমিটিকে রাজনৈতিক দলীয় প্রভাব হতে সম্পূর্ণ মুক্ত রাখতে হবে।

মডেল মসজিদ নির্মাণের যে অর্থ বরাদ্দ হয়েছে তা যেন কেবল মসজিদের উন্নয়ন কল্যাণেই ব্যবহৃত হয়, তাতে কোনোরূপ তসরুফ অনিয়ম যেন না হতে পারে, সে দিকটির প্রতি কড়া দৃষ্টি রাখতে হবে। কেননা মসজিদের অর্থ অন্যায়ভাবে ব্যবহার করা হলে অথবা তার অপচয় করলে খোদায়ী গজবের আশংকা রয়েছে। অর্থাৎ- মসজিদ পরিচালনার ক্ষেত্রে সততা বজায় রাখতে হবে এবং অন্যায় দুর্নীতি কে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেয়া যাবে না। কেননা তাতে সরকারের মহৎ উদ্দেশ্যও মাটি হয়ে যেতে পারে।

বিনা দ্বিধায় একথা বলা যায় যে, বাংলাদেশের মুসলমানদের সৌভাগ্য, দেশের ইসলাম দরদি প্রধানমন্ত্রী মসজিদ নির্মাণের ক্ষেত্রে এমন একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন যা বিশে^ প্রথম ও একক। এ জন্য তিনি সকলের অভিনন্দন ধন্যবাদ পাওয়ার দাবিদার। স্বীকার করতে হবে যে, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন করে ইসলামী প্রকাশনার ক্ষেত্রে যে বিপ্লব সৃষ্টি করে গিয়েছেন, তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো এক ধাপ এগিয়ে গেছেন, তিনি তার ইসলামী কীর্তিমালার মধ্যে মডেল মসজিদ স্থাপন করে ইসলামী ইতিহাসে নব দিগন্তের সূচনা করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (10)
Md Anish Ahmed ২০ জুন, ২০২১, ১২:৫১ এএম says : 0
Alhamdulillah.
Total Reply(0)
ম নাছিরউদ্দীন শাহ ২০ জুন, ২০২১, ১:৫৭ এএম says : 0
আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্ সকল প্রশংসা মহান আল্লাহ্ তায়ালার। মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা প্রিয় নবী(সাঃ)পবিত্র সুন্নত শ্রদ্ধেয় জনাব খালেদ সাইফুল্লাহ ছিদ্দিকীর লিখা পড়ে অত্যন্ত খুশী হলাম। ভীষন খুশী হলাম মাননীয় প্রধানমন্ত্রীর ইসলাম আর মুসলমানদের জন‍্য মসজিদ নির্মাণকাজের প্রশংসনীয় উদ্যোগ সম্মান জানিয়ে শীর্ষ সংবাদমডেল মসজিদ ইসলামী ইতিহাসের নব দিগন্ত শিরোনাম নাম লিখার। আরো খূশী হলাম বঙ্গবন্ধুর ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্টা করার ইসলাম মুসলমানদের জন্যে বঙ্গবন্ধুর প্রশংসনীয় কথা লিখার বিশালাকার আযোজন বাংলাদেশের মাঠিতে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকার ৫৬০টি আল্লাহর ঘর মসজিদ প্রতিষ্টা হবে। এটি অবশ্যই অবশ্যই আল্লাহর রহমত দয়া। মসজিদ মাদ্রাসা আল্লাহর রহমত ছাড়া করা সম্ভব নয়।গত৯ই জুন১০ই জুন ১১ইজুন মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল ফরিয়াদীর মত পরপর তিন বার লিখে ছিলাম। বাংলাদেশের ইসলাম ও মুসলমানদের প্রিয় জাতীয় পত্রিকা ইনকিলাবে বাষ্টের নির্বাহী প্রধানের নিকট বিনীতভাবে আবেদন করেছিলাম। বাংলাদেশের মডেল মসজিদ গুলোর নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মডেল মসজিদ নাম করনের। এবং ধর্মমন্ত্রী মহোদয়ের নিকট গত ১৩ইজুন আবেদন জানিয়ে ছিলাম। এইতো কদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী আইভি রহমানের নামে পানীয় জাহাজ উদ্ধোধন করলেন। এভাবেই অনেক উদাহরণস্বরূপ লিখা যাবে বাংলাদেশের মাঠিতে বঙ্গবন্ধুর নামে মসজিদ করলে এই দেশের সকলস্তরের মুসলমান খুশী অত্যন্ত হবেন। বঙ্গবন্ধু নৈতিক চরিত্রে মানবতায় আদশ‍্যে বিশ্বের মহান নেতাদের একজন। আজ বঙ্গবন্ধুর কন‍্যা বিশ্বের প্রভাবশালী নেতাদের মাঝে একজন। বঙ্গবন্ধুর কন‍্যার ভীশনারী লিডারশিপে বাংলাদেশ অর্থনৈতিক শক্তিশালী কেন বিশালাকার মর্যাদাপূন‍্য সম্মানজনক দুনিয়া আখেরাতের কল‍্যানময় কাজে শতভাগ সুযোগ তাকা সত্বেও মাননীয় প্রধানমন্ত্রী ধর্ম মন্ত্রণালয় ইসলামী ফাউন্ডেশন বঙ্গবন্ধুর প্রতি পরমশ্রদ্ধা জানিয়ে এই মসজিদ গুলোতে সামনে বঙ্গবন্ধুর নাম বসাতে পারলেন না? আমার চায়তে শতভাগ জ্ঞানী শ্রদ্ধাডাজনরা এই বিশালাকার ছাওয়াবে বঙ্গবন্ধুর নাম কেন ব‍্যবহার হলো না?আমি অত্যন্ত ভারাক্রান্ত মননিয়ে আপনার মাধ্যমে দেশের রাষ্ট্রের নির্বাহী প্রধানের নিকট মসজিদ নির্মাণকাজের পরিচালকের আবার ও আহবান জানাচ্ছি আবারও বিনীতভাবে ফরিয়াদী হয়ে আকুল আবেদন ফরিয়াদ জানাচ্ছি। জাতির পিতার মর্যাদাবান সম্মানিত নাম আল্লাহর ঘরের সংযুক্ত করুন। আমার ফরিয়াদ আবেদন রাষ্ট্রের নির্বাহী প্রধানের নিকট পৌছাবে কিনা জানিনা। আল্লাহ যদি এই বরকতপূর্ণ ফজলিত পূর্ণ মর্যাদাবান আল্লাহর ঘরের নামের সাথে মহান আল্লাহর দরবরে বঙ্গবন্ধুর নাম লিপিবদ্ধ করে রাখেন অবশ্যই বঙ্গবন্ধুর নামে মসজিদ হবে। দুনিয়াতে পূনবান সন্তান সদগায়ে জারিয়ে। বঙ্গবন্ধুর শক্তিশালী আল্লাহর প্রতি বিশ্বাসের বাণী আওয়াজ রাষ্ট্রের নির্বাহী প্রধান সহ মসজিদের প্রকল্পটির গুরুত্বপূর্ণ ব‍্যাক্তিদের কানে পৌছানোর জন‍্য শক্তকরে আওয়াজ বঙ্গবন্ধুর ঈমানী কন্টস্বর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর নামেই মসজিদ হবেই। আল্লাহ্ উপযুক্ত কতৃপক্ষ বুঝার তৌফিক দিন। আমিন।
Total Reply(0)
M. A. Basar ২০ জুন, ২০২১, ৪:২১ এএম says : 0
আলহামদুলিল্লাহ।। তবে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ইসলাম প্রচার হোক।।
Total Reply(0)
মুহাম্মদ তানভীর ২০ জুন, ২০২১, ৪:২২ এএম says : 0
মসজিদ বানানো অবশ্যই প্রশংসনীয় কাজ। তবে সেখানে যেন কারো ছবি টানানো না হয়, মসজিদ বানানো যতটা প্রয়োজন ঠিক ততটাই প্রয়োজন মসজিদের সম্মান বজায় রাখা। মসজিদে কোনো মানুষ বা প্রানির ছবি টানানো যাবেনা এবং জুতা পায়ে দিয়ে মসজিদে প্রবেশ করা যাবেনা, এসব কাজগুলো মসজিদের সম্মান ক্ষুন্ন করে।
Total Reply(0)
Seikh Jahedul Islam Maya ২০ জুন, ২০২১, ৪:২২ এএম says : 1
মডেল মসজিদ দিয়ে কি হবে ভাই যদি আলেমদের জেলে ভরে রাখেন
Total Reply(0)
Md Kamal Khan ২০ জুন, ২০২১, ৪:২২ এএম says : 0
আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সকল কে দিনের পথে চলার তাওফিক এনায়েত করুক
Total Reply(0)
Sajjad Khan ২০ জুন, ২০২১, ৪:২৩ এএম says : 1
একদিকে বড় বড় মডেল মসজিদ তৈরি হবে আর অন্যদিকে প্রকৃত ইসলাম প্রেমিক আলেমদেরকে গুম খুন করা হবে জেলে বন্দী করা হবে ।
Total Reply(0)
মাহমুদ ২০ জুন, ২০২১, ৮:১৪ এএম says : 0
মডেল মসজিদ নির্মাণে কিছু জায়গায় দুর্নীতি ও অনিয়মের খবর আসছে, সরকারের উচিত ওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।
Total Reply(0)
Mojib U Farhad ২০ জুন, ২০২১, ১০:৫৬ এএম says : 0
দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এদেশে ইসলামের প্রকৃত হেফাজতকারী, অন্য দিকে যারা ধর্মকে ব্যবহার করে ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করে তারা প্রকৃত অর্থে ইসলামের হেফাজতকারী নয় বরং তারা সমাজে ইসলামের জন্য ক্ষতিকর ।
Total Reply(0)
মোঃ আব্দু জব্বার ২৪ জুন, ২০২১, ১০:১২ পিএম says : 0
আলেম হলেই কী একজন মানুষ উত্তম হয়ে যান! তাহলে ২৬-২৮ মার্চ ২০২১ ঢাকাসহ বি বাড়ীয়া,চট্টগ্রাম ইত্যাদি জায়গায় কি ভয়াবহ অবস্হার সৃষ্টি হয়ে ছিল তা হয়তো মন্তব্যকারীদের অনেকেই না জানার ভান করছেন। শেখ হাসিনা যদি গোটা দেশটাকে মসজিদ দিয়ে মুড়িয়ে দেন তাহলেও ঐ সব মন্তব্যকারীরা শেখ হাসিনার দোষ আবিষ্কার করতে পিছুপা হবেন না। ভাই প্রকৃত আলেমগণ কখনোই গ্রেফতার হবেন না। ধর্ম ব্যবসায়ী,ভন্ড,লেবাসধারীরা কখনোই আলেম হতে পারে না। শেখ হাসিনা প্রকৃত মুসলমান। তার প্রতি কৃতঙ্গতা প্রকাশ করুন। এ দেশে ইসলামের যা কিছু হয়েছে তা আওয়ামীলীগের আমলই সম্ভব হয়েছে। ইনশাআল্লাহ সামনে আরও কিছু হবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন