শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রেলমন্ত্রীকে ডিও লেটার দেওয়া পররাষ্ট্রমন্ত্রীর উচিত হয়নি: পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ৪:৪৪ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়ে পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান বলেছেন, সুনামগঞ্জের পাঁচজন সংসদ সদস্যের পক্ষে আব্দুল মোমেনের রেলমন্ত্রীকে ডিও লেটার দেওয়া উচিত হয়নি।

আজ মঙ্গলবার (২২ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রীর কাজ বিশ্বব্যাপী। আর আমার কাজ গ্রামমুখী। পানি পয়ঃনিষ্কাশন নিয়ে আমার কাজ। দুজনের মধ্যে কাজের মিল নেই। আমরা দুজনেই ভালো বন্ধু।

তিনি বলেন, আমরা দুজনেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছি। তবে দুজনের মধ্যে বড় কিছু হয়নি। এলাকাভিত্তিক মাঝেমধ্যে টানাপোড়েন হয়।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ছোট্ট একটি ঘটনা নিয়ে হইচই শুরু হয়েছে।

 

তিনি বলেছেন, মান্নান আমার বন্ধু, তার সঙ্গে আমার সম্পর্ক অটুটু রয়েছে। ঘটনাটি হল, আমরা কানেক্টিভিটি চাই। কিন্তু ঢাকা-সিলেট রেলপথ অত্যন্ত পুরোনো-রদ্দি মার্কা। সরকার এটিকে ব্রডগেজ করতে পরিকল্পনা নিয়েছে। কিন্তু রেলমন্ত্রী বলেছেন এটিতে অনেক খরচ হবে। কারণ সিলেটে শেষ প্রান্ত সেখানে ডিপো করতে হবে।

 

সম্প্রতি এনিয়ে সুনামগঞ্জের ৫ সংসদ সদস্য আমার সঙ্গে দেখা করে, এ রেললাইনটি ছাতক পর্যন্ত নিয়ে যেতে রেলমন্ত্রীকে অনুরোধ করতে চিঠি দেয়। ডিপোটি সেখানে প্রতিস্থাপন করলে খরচ কম হবে। আমি এ বিষয়ে সরল মনে রেলমন্ত্রীকে চিঠি দেই। কিন্তু আমিতো সুনামগঞ্জের অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে জানি না। চিঠিটা দেওয়ার আগে মান্নানের সঙ্গে কথা বলা উচিৎ ছিল।

এজন্য পররাষ্ট্রমন্ত্রী পরিকল্পনামন্ত্রীর কাছে সংবাদমাধ্যমে দুঃখ প্রকাশ করেন। তাকে সরি বলেছে।

†ijgš¿x‡K wWI †jUvi †`Iqv ciivóªgš¿xi DwPZ nqwb: cwiKíbvgš¿x

÷vd wi‡cvU©vi

ciivóªgš¿x W. G †K Avãyj †gv‡g‡bi m‡½ Zvi †Kv‡bv Ø›Ø †bB e‡j Rvwb‡q cwiKíbvgš¿x Avãyj gvbœvb e‡j‡Qb, mybvgM‡Äi cuvPRb msm` m`‡m¨i c‡¶ Avãyj †gv‡g‡bi †ijgš¿x‡K wWI †jUvi †`Iqv DwPZ nqwb|

AvR g½jevi (22 Ryb) RvZxq A_©‰bwZK cwil‡`i wbe©vnx KwgwUi (GK‡bK) mfv †k‡l mvsevw`K‡`i cwiKíbvgš¿x Gme K_v e‡jb|

wZwb e‡jb, ciivóªgš¿xi KvR wek¦e¨vcx| Avi Avgvi KvR MÖvggyLx| cvwb cqtwb®‹vkb wb‡q Avgvi KvR| `yR‡bi g‡a¨ Kv‡Ri wgj †bB| Avgiv `yR‡bB fv‡jv eÜy|

wZwb e‡jb, Avgiv `yR‡bB cÖavbgš¿xi †bZ„‡Z¡ KvR KiwQ| Z‡e `yR‡bi g‡a¨ eo wKQy nqwb| GjvKvwfwËK gv‡Sg‡a¨ Uvbv‡cv‡ob nq|

Gw`‡K ciivóªgš¿x W. G †K Avãyj †gv‡gb e‡j‡Qb, †QvÆ GKwU NUbv wb‡q nBPB ïiæ n‡q‡Q|

 

wZwb e‡j‡Qb, gvbœvb Avgvi eÜy, Zvi m‡½ Avgvi m¤úK© AUyUy i‡q‡Q| NUbvwU nj, Avgiv Kv‡bw±wfwU PvB| wKš‘ XvKv-wm‡jU †ijc_ AZ¨šÍ cy‡iv‡bv-iwÏ gvK©v| miKvi GwU‡K eªW‡MR Ki‡Z cwiKíbv wb‡q‡Q| wKš‘ †ijgš¿x e‡j‡Qb GwU‡Z A‡bK LiP n‡e| KviY wm‡j‡U †kl cÖvšÍ †mLv‡b wW‡cv Ki‡Z n‡e|

 

m¤cÖwZ Gwb‡q mybvgM‡Äi 5 msm` m`m¨ Avgvi m‡½ †`Lv K‡i, G †ijjvBbwU QvZK ch©šÍ wb‡q †h‡Z †ijgš¿x‡K Aby‡iva Ki‡Z wPwV †`q| wW‡cvwU †mLv‡b cÖwZ¯’vcb Ki‡j LiP Kg n‡e| Avwg G wel‡q mij g‡b †ijgš¿x‡K wPwV †`B| wKš‘ Avwg‡Zv mybvgM‡Äi Af¨šÍixY ivRbxwZ m¤ú‡K© Rvwb bv| wPwVUv †`Iqvi Av‡M gvbœv‡bi m‡½ K_v ejv DwPr wQj|

GRb¨ ciivóªgš¿x cwiKíbvgš¿xi Kv‡Q msev`gva¨‡g `ytL cÖKvk K‡ib| Zv‡K mwi e‡j‡Q|

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন