বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নোয়াখালীতে আরও ৭দিনের বিশেষ লকডাউন চলছে

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২১, ১১:৩৫ এএম

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নের চলমান বিশেষ লকডাউন বাড়লো আরও ৭দিন। চতুর্থ দফায় বাড়া এ বিশেষ লকডাউনে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা, একলাশপুর ও মীরওয়ারিশপুর ইউনিয়নও লকডাউনের আওতায় আনা হয়েছে। লকডাউন চলবে আগামী ২জুলাই রাত ১২টা পর্যন্ত।

জেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটি। লকডাউনকৃত এলাকাগুলোতে ওষুধ ফার্মেসি ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে। কাঁচা বাজার খোলা থাকবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শর্তসাপেক্ষে খোলা থাকবে খাবার হোটেল। লকডাউনের আওতা মুক্ত থাকবে জরুরি সেবা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, ইন্টারনেট সেবাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর কাজে ব্যবহৃত পরিবহন।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫জুন প্রথম দফায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে ৭দিনের বিশেষ লকডাউন ঘোষণা করে জেলা করোনা প্রতিরোধ কমিটি। কিন্তু সংক্রমণ বৃদ্ধি অব্যহত থাকায় দ্বিতীয় দফায় গত ১২জুন আরও ৭দিনের কঠোর লকডাউন ঘোষণা করেন ওই কমিটি। সংক্রমণ না কমায় গত তৃতীয় দফায় গত বৃহস্পতিবার বিকেলে করোনা প্রতিরোধ কমিটির জরুরি বৈঠকে আগামী ২৫জুন পর্যন্ত চলমান লকডাউন বাড়ানো হয়। যা শেষ হবে আগামীকাল শুক্রবার রাত ১২টায়। শনিবার থেকে শুরু হবে চতুর্থ দফার লকডাউন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন