দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক ফার্নিচার দোকানের কর্মচারী খুন হয়েছেন। অন্যদিকে পুত্রবধূর ছুরিকাঘাতে আহত শাশুড়ি হাসপাতালে মারা গেছেন। পুলিশ জানায় বৃহস্পতিবার রাত দেড়টায় ছুরিকাঘাতে গুরুতর আহত মো. রকি (৩৫)গতকাল শুক্রবার চমেক হাসপাতালে মারা যান।
দোহাজারী-কক্সবাজার রেললাইনের পাশে সাতকানিয়া সদর ইউনিয়নে এই খুনের ঘটনা ঘটে। নিহত রকি চকরিয়া উপজেলার হারবাং এলাকার আহমদ শফির ছেলে। তিনি সাতকানিয়ায় মো.মনজুর আলমের ফার্নিচার দোকানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তাৎক্ষণিক হত্যাকান্ডের কারণ জানাতে পারেনি পুলিশ। এদিকে পুত্রবধূর উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার ৩ দিন পর শাশুড়ি রোকেয়া বেগম (৫৫) বৃহস্পতিবার রাতে নগরীর আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালে মারা যান। তিনি উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড মৈশামুড়া মুন্দার পাড়ার ইলিয়াছ চৌধুরীর স্ত্রী। ঘটনার পর গ্রেফতার পুত্রবধূ নাজমিন আক্তার (২৩) কারাগারে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার পারিবারিক কলহের জেরে শাশুড়ি রোকেয়ার সাথে ছেলে গিয়াস উদ্দিনের স্ত্রী নাজমিনের তর্কাতর্কি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে নাজমিন তার শাশুড়িকে ছুরি দিয়ে পেট ও হাতে আঘাত করে গুরুতর জখম করেন। রোকেয়ার স্বামী ইলিয়াছ চৌধুরী বাদি হয়ে পুত্রবধূকে একমাত্র আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন