শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সুবর্ণচরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২১, ১২:০১ এএম

সুবর্ণচরের চর উপজেলার ওয়াপদা ইউনিয়নে মুজিব বর্ষের ঘরে উঠার আগেই হোসনে আরা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মুজিববর্ষ উপলক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে হস্তান্তরকৃত গৃহহীন ও ভ‚মিহীন সুবিধাভোগীদের একজন ছিলেন। গত শুক্রবার রাতে চর ওয়াপদা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়। তিনি চর ওয়াপদা ইউনিয়নের সিরাজ মিয়ার স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দিন জানান, তিনি রাতে গোয়ালঘরের পাশে চিৎকার দিয়ে মাটিতে পড়ে যান। পরে তার আট বছরের ছেলে তার মাকে পড়ে থাকতে দেখে আশে পাশের লোকজনকে ডাকলে তারা তাকে উদ্ধার করে চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক বলেন, কোন অভিযোগকারী না থাকায় লাশ দাফন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন