ময়মনসিংহের নান্দাইলে গরু চুরির ঘটনার রেষ কাটতে না কাটতেই এবার মাদ্রাসার অফিস কক্ষে চুরি সংঘটিত হয়েছে। রোববার দিবাগত রাতে ওই চুরির ঘটনাটি ঘটে। বিষয়টি নিয়ে জন সাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, উপজেলার মোয়াজ্জেমপুর এলাকায় আশরাফ চৌধুরী ফাজিল মাদ্রাসায় রোববার দিবাগত রাতে একটি চোরচক্র মাদ্রাসার অফিস কক্ষের তালা ভেঙে ১টি মনিটর, স্ক্যানার মেশিন, প্রিন্টার, সিপিও, কি-বোর্ড, আইপিএস, পানির পাম্পসহ গুরুত্বপূর্ণ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। পরে সোমবার সকালে অধ্যক্ষ ও অন্যান্য স্টাফরা গিয়ে মাদ্রাসায় চুরির ঘটনাটি দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
চুরির বিষয়টি নিশ্চিত করেন অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানূর রহমান আকন্দ জানান, কি কি চুরি হয়েছে মাদ্রাসার অধ্যক্ষ একটি তালিকা জমা দিয়েছেন। চুরির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো কোন মামলা হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন