শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গফরগাঁওয়ে আ’লীগের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২১, ৬:১২ পিএম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আওয়ামীলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ১০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল গ্রামের হযরত আলী বাদী হয়ে পাগলা থানায় মামলা দায়ের করেন।

জানা যায়, গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের খুরমিশ মহল এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন ও বিক্রি নিয়ে পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল গ্রামের হযরত আলীর সঙ্গে ঔ এলাকার আওয়ামীলীগ নেতা আখতারুজ্জামান,স্বেচ্ছাসেবক নেতা রাজুর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।পূর্ব বিরোধ মীমাংসার জন্য শুক্রবার বিকেলে স্থানীয় নেতাকর্মীরা দু’পক্ষকে নিয়ে সালিশ বৈঠক বসেন। সালিশ চলাকালে তর্কাতর্কির এক পর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এসময় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়। আহতদের ময়মনসিংহ ও কিশোরগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন