সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লকডাউন অমান্য করায় বাউফলে ২২ জনকে জরিমানা

বাউফল (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৬:৪৫ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলায় লকডাউন অমান্য করে ঘর থেকে বের হওয়া ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করার অপরাধে ২২জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত দুটি ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলে। একটি আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন অপরটির নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আনচিুর রহমান বালি।

নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ভ্রাম্যমান আদালত দুইটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারী কসমেটিকস, খাবারের দোকান, চা দোকানসহ যানবাহন নিয়ে ঘর থেকে বের হওয়ার অপরাধে ২২জনকে বিভিন্ন অংকে নয় হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন