করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার কর্তৃক ঘোষিত সাত দিনের লকডাউনে কঠোর অবস্থানে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনা কার্যকর করতে বৃহস্পতিবার সকাল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান ও সহকারি কমিশনার (ভূমি) তাপস শীল।
ছাতক ও নোয়ারাই বাজারে লকডাউন অমান্য করায় ৪ ব্যবসায়ীকে ৭ হাজার ৩শ টাকা জরিমানা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান। এদিকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভূমি) তাপস শীল। তিনি ৮টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতে থানা পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন