সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্ব অবহেলার অভিযোগে বুধবার তাকে প্রত্যাহার করে নেয়া হয়। তার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।
জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাতে ছাতকে আখলাদ হত্যা মামলার আসামিকে থানায় জিজ্ঞাসাবাদের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'ছাতক টু সুনামগঞ্জ' নামের একটি পেইজে লাইভে প্রচারিত হলে বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ও অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল)কে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটির প্রতিবেদনের পর বুধবার (২০ অক্টোবর) ছাতক থানা থেকে ওসিকে প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
এদিকে, পুলিশ কর্তৃক আসামিকে জিজ্ঞাসাবাদের দৃশ্য লাইভ প্রচারকারী কথিত ফেসবুকের পেইজটি এখনও বহাল তবিয়তে আছে। প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় লাইভ প্রচার করে বেড়াচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন