চলছে কঠোর লকডাউন (বিধিনিষেধ)। জরুরি প্রয়োজন ছাড়া যেকোনো ধরনের চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। রাস্তায় চলছে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। কিন্তু যেতে হবে বিয়ে বাড়িতে । পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে বিশেষ কৌশলের আশ্রয়। ভাড়া করা হয় একটি অ্যাম্বুলেন্স। তবে সেই অ্যাম্বুলেন্স দিয়ে রওনা দেয়ার মাত্র এক কিলোমিটার সামনেই পড়লেন পুলিশি তল্লাশির মুখে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চালক বললেন অ্যাম্বুলেন্স হলেও গাড়িতে কোনো রোগী নেই। পরে গাড়িটিকে মামলা দিয়ে ছেড়ে দেন দায়িত্বরত পুলিশ সার্জেন্ট শাহেদুল ইসলাম। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনাটি নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড়ের। পুলিশ জানায়, চকবাজার থানার মেডিকেল স্টাফ কোয়ার্টার থেকে একদল লোক বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় একটি বিয়েতে যাচ্ছিলেন। পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে তারা একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন। কিন্তু গাড়িতে ৮-৯ জন যাত্রী দেখায় সন্দেহ হয় ওই চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের। সঙ্গে সঙ্গে থামানোর সঙ্কেত দেয়া হয়। পরে অ্যাম্বুলেন্সচালককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, যাত্রী নিয়ে নতুন ব্রিজ যাচ্ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন