শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দ্বিতীয় দিনের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কঠোর অবস্থানে প্রশাসন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ১২:০৬ পিএম

দ্বিতীয় দিনের মতো করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের দ্বিতীয় দিনেও কুমিল্লায় কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বেশ কয়েকটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। সেনাবাহিনী ও বিজিবির টহলও অব্যাহত রয়েছে।

শুক্রবার (০২ জুলাই) সকাল ১০টায় পদুয়ার বাজার বিশ্বরোডে এসে এমন চিত্র দেখা যায়। বিশ্বরোডে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাষিশ ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। তবে মহাসড়কে মাঝে মাঝে পণ্যবাহী ট্রাকে যাত্রী পারাপার করতে দেখা গেছে।

মহাসড়কে কোনো গণপরিবহন চলতে দেওয়া হচ্ছে না। সেইসঙ্গে সিএনজিচালিত অটোরিকশা ও মেটরসাইকেল চলাচল বন্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এ ছাড়া বিশ্বরোড থেকে চাঁদপুর নোয়াখালী সড়কে কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এদিকে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষরা পড়ছেন ভোগান্তিতে। প্রশাসনের চোখ ফাঁকি যে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে তারা আবার বাড়তি ভাড়া আদায় করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন