পটুয়াখালীর দুমকিতে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে মানুষের চলাচল আগের মতই রয়েছে,শপিংমল ও দোকান পাটগুলো বন্ধ থাকলেও প্রশাসনের সামনেই মাস্ক ছাড়া অবাধে ঘোরাঘুরি করছে মানুষ। তবে এতে প্রশাসনের কোনরকম পদক্ষেপ দেখা যায়নি।এদিকে প্রশাসনের পক্ষ থেকে উপজেলার লেবুখালী ফেরিঘাটে চলাচলে কঠোর বিধি নিষেধ আরোপ করলেও মানুষ বিভিন্ন অযুহাতে বের হয়ে অবাধে চলাচল করছে। বাজারে মানুষের উপস্থিত ছিলো চোঁখে পড়ার মতো,বাজারে আসা প্রায়-৯০ ভাগ মানুষের মুখেই মাক্স ছিলোনা,আর সামাজিক দুরত্ব কি সেটাই তারা নাকি জানেনা, গত ০১/০৭/২১ইং থেকে কঠোর লকডাউন শুরু হলেও রাস্তাঘাটে বিভিন্ন যানবাহন চলাচল ও মানুষকে যাতায়াত করতে দেখা গেছে। উপজেলা নির্বাহী অফিসার শেখ আবদুল সাদীদ বলেন,লকডাউন মানাতে মাঠে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন