চাঁদপুর শহরে লকডাউনের দ্বিতীয় দিনে সরকারি বিধিনিষেধ অমান্য এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৯ মামলায় ১৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২ জুলাই) সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।
তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন এবং সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৯ মামলায় ১৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে শহরের বাবুরহাট এলাকায় তৃপ্তি হোটেলে মানুষকে বসিয়ে খাবার পরিবেশন করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, আদালত পরিচালনার পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্যবিধি পালন করতে উদ্বুদ্ধ করা হয়। এ সময় আনসার, ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
চাঁদপুর সদর উপজেলার মহামায়া, শহরের বাবুরহাট, ওয়ারলেস মোড়, কালীবাড়ি, পালবাজার, পুরানবাজার ব্রিজ ও মোলহেড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন