করোনার ভয়াবহ বিস্তার রোধে দক্ষিণাঞ্চলেও কঠোর লকডাউন অব্যাহত রয়েছে। শুক্রবারও বরিশাল মহানগরীসহ দক্ষিণাঞ্চলের প্রতিটি নগর মহানগর সহ উপজেলায় জনজীবন প্রায় স্থবির ছিল। দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী সনাক্তের মধ্যে সরকার ঘোষিত এ কঠোর লকডাউন সফল করতে বরিশাল মহানগর পুলিশ সহ আইনÑশৃংখলা বাহিনী তৎপড় রয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই শুক্রবার জুমার নামাজে মুসুল্লীগন অংশ নেন।
তবে যুবক ও তরুন সমাজের মধ্যে শুক্রবারেও সরকারী বিধি বিধান পালনে চরম অনিহা লক্ষ করা গেলেও পুলিশী তৎপড়তায় অনেকেই ঘরে ফিরেছেন। শুক্রবারেও অনেককেই কোন ধরনের মাস্ক ছাড়াই রাস্তায় নামতে দেখা গেছে। বরিশাল মহানগরীর অনেক এলাকায় রাস্তার পাশের বন্ধ পথ খাবারে দোকানের বেঞ্চিতে বসে আড্ডাবাজি বন্ধে পুলিশ তৎপড় ছিল। শুক্রবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় মহানগরীতে ৬০ জন সহ দক্ষিনাঞ্চলে নতুন সনাক্তের সংখ্যা ছিল ২৪৮। মারা গেছেন বরিশালের উজিপুরে একজন।
বরিশাল মহানগরী সহ সমগ্র দক্ষিণাঞ্চলে ওষুধ ও মুদি দেকান এবং রেস্ট্রুরেন্ট ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ রয়েছে। গত দুদিন ব্যাংকও বন্ধ ছিল।
দক্ষিণাঞ্চলের সব অভ্যন্তরীন ও আঞ্চলিক রুটে সড়ক, নৌ এবং আকাশ পরিবহনও বন্ধ রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন