কঠোর লকডাউনেও যশোরে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বাড়ছে সংক্রমণের হার। সীমান্তবর্তী এই জেলায় প্রতিদিনই রোগীর মৃত্যু হচ্ছে; যাদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবার কেউ কেউ উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন। ঘরে ঘরে জ্বরসহ করোনার অন্যান্য উপসর্গে ভুগছে বিপুল সংখ্যক মানুষ। তাদের অনেকেই নমুনা পরীক্ষাও করছেন না।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলছেন, জুন মাসের প্রথম দিক থেকে সংক্রমণের হার বাড়তে থাকে। তবে সপ্তাহ দুয়েকের মধ্যে সংক্রমণের হার কমিয়ে আনা যাবে বলে মনে করছেন বলে তিনি আশাবাদী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন