করোনাভাইরাসের বিস্তার রোধে নীলফামারীর সৈয়দপুর আজ ৪র্থ দিনের চলমান লকডাইনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। আজ রবিবার (৪ জুলাই) দুপুরে নীলফামারী জেলা প্রশাসনের নেতৃত্বে শহরে যৌথবাহিনীর দফায় দফায় টহল বিভিন্ন সড়কে দেখা যায়। নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। সরকার ঘোষিত লকডাইন বাস্তবায়ন করতে রাস্তায় পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে টহল অব্যাহত রাখে।
লকডাউনের ৪র্থ দিন আজ রবিবার সকাল থেকেই পাল্টে গেছে সৈয়দপুরের চিত্র। নেই কোন আগের মত মানুষের জটলা, বন্ধ আছে দোকান পাট, জরুরী সার্ভিস এম্বুলেন্স, সরকারি গাড়ি ও পন্যবাহী কিছু গাড়ী রাস্তায় চলাচল করতে দেখা গেছে।
সৈয়দপুরে গত ২৪ ঘন্টায় করোনার সংক্রোম বৃদ্ধি পাওয়ায় প্রশাসন কঠোর থেকে কঠোরতম অবস্থান নিয়েছে। এরই ধারাবাহিকতায় সংক্রোমন রোধে মানুষকে সচেতন করতে জেলা প্রশাসনের এ উদ্যোগ বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) রমিজ আলম জানান, সৈয়দপুরে করোনা সংক্রোমন রোধে কঠোর লকডাউনে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনে প্রশাসন আরও কঠোর অবস্থানে যাবে। এ কাজে সৈয়দপুরবাসীর সহযোগীতা চাই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন