করোনা মহামারী মোকাবেলায় ৪র্থ দিনেও দক্ষিণাঞ্চলে লকডাউন অনেকটা কঠোরভাবে পালিত হয়েছে। পুলিশ ও র্যাবের নজরদারীর সাথে সেনাবাহিনীও মাঠে রয়েছে। বরিশাল মহানগরী সহ বিভিন্ন জেলা-উপজেলা সদরগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
তবে এরপরেও লাকডাউন ভঙ্গের প্রবনতাও ছিল। বরিশাল মহানগরীতে মূল সড়কের বাইরে বিভিন্ন অলি গলিতে যুব ও তরুন সমাজের আড্ডাবাজি কমবেশী অবাহত রয়েছে। নগরীর বিভিন্নস্থানে কিশোর গ্যাংও গতকাল কিছুটা তৎপড় ছিল। নগরীর পোর্ট রোড এর মাছের বাজারে রোববার যথেষ্ঠ ভীড় লক্ষ করা গেছে। ক্রেতাদের বেশীরভাগকেই মাস্ক ব্যবহার করতে দেখা গেলেও তার বাইরেও কিছু লোক ইচ্ছা অনিচ্ছায় তা ব্যবহার করেন নি।
নগরীর পথে পথে আইনÑশৃংখলা বাহিনী দিনরাত টহলে রয়েছে। তবে স্থানীয় প্রশাসনের নির্দেশে নগরীর হোটেল রেস্তোরাগুলো বন্ধ থাকায় অনেকেই বিপাকে পড়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন