রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাগুরায় কঠোর লকডাউন বাস্তবায়নে জরিমানা আদায়

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ১২:০২ পিএম

মাগুরা জেলার ৪ উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের সমন্বয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা কাজ করে যাচ্ছেন। সাথে রয়েছে জেলা যুবলীগের হটলাইনটীম ও নবগঙ্গা রোভার স্কাউট দল। এছাড়াও মাঠে রয়েছে মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ১৪ টি ভ্রাম্যমাণ আদালত।

লকডাউনে সরকারি বিধিনিষেধ এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘনকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হচ্ছে। চলমান লকডাউনের গত ৭দিনে সরকারের নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে জেলায় সর্বমোট ৩৯১ টি মামলায় ১ লাখ ৪২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রে ড,আশরাফুল আলম। তার নেতৃত্বে ১৪ জন ম্যাজিস্ট্রেট এ সব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, লকডাউনে প্রথম দিন থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত স্বাস্থবিধি না মানা ও ভোক্তা অধিকার আইনে ৫৬ মামলায় ৪০৬ জনকে এ অর্থদন্ড করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন