সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লকডাউন নবম দিন, বাড়ছে ‘যান’ বাড়ছে ‘মানুষ’ সিলেটের রাস্তায়

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ৩:৫৫ পিএম

কঠোর লকডাউনের নবম দিনে সিলেটের সড়কে যানবাহন ও বেড়েছে জনগণের চলাচল। আজ শুক্রবার ছুটির দিনে নগরীতে সকালের দিকে লোকসমাগম অনেকটা ছিলো কম। তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে রিক্সা, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশাসহ ব্যক্তিগত যানবাহন। সেই বাড়তে থাকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও। তবে, নগরীর অলিগলিতে মানুষের চলাচল করছে অবাধে; স্বাস্থ্যবিধির প্রতি নেই কোন গরজ। কেঠোর লকডাউনের প্রথম দিকে মানুষের মধ্যে নির্দেশনা মেনে চলার যে প্রবণতা লক্ষ্য করা গিয়েছিলো তা আস্তে আস্তে দূর্বল হয়ে যাচ্ছে। মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফউল্ল্যাহ তাহের বলেন, লকডাউন বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সিলেটের বাইরে থেকে কোনো যানবাহন নগরে প্রবেশ ও নগর থেকে কোনো যানবাহন বাইরে যেতেও বাধা দেওয়া হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন