শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হানিফ সংকেত-এর এবারের ঈদের নাটক যুগের হুজুগে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২১, ১২:০৮ এএম

ঈদের দিন রাত ৮:৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে বরেণ্য নির্মাতা হানিফ সংকেতের নাটক ‘যুগের হুজুগে’। একটি পরিবারের বাবা-মা, ছেলে-ছেলের বউ ও তাদের সন্তানকে নিয়ে গড়ে উঠেছে নাটকের গল্প। বর্তমান সময়ে প্রযুক্তির অপব্যবহারের প্রভাবে পরিবারিক দ্বন্দ্ব, বাবা-মায়ের সঙ্গে সন্তানদের সম্পর্ক, পরিবারের সদস্যদের মধ্যে আবেগ-অনুভূতি-সম্মানবোধের অভাব লক্ষ্য করা যায়। বিশেষ করে মোবাইল ফোনে পাওয়া বিভিন্ন সুবিধার সার্বক্ষণিক ব্যবহারে পরিবারের সদস্যদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে নির্মাণ করা হয়েছে এবারের নাটক।’ নাটকটি ধারণ করা হয় ঢাকার ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে। চিত্রগ্রহণ করেছেন খ্যাতিমান চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু। হানিফ সংকেত বলেন, ‘আমি নিয়মিত নাটক করি না। বছরে দু’টি নাটক নির্মাণ করি। তাই এমনভাবে নাটক নির্মাণের চেষ্টা করি, যাতে পরিবারের সবাই মিলে দেখতে পারেন। নাটকের গল্পের মাধ্যমেও সমাজের ক্ষতগুলোকে তুলে ধরতে চেষ্টা করি।’ তিনি বলেন, ‘প্রযুক্তির যেমন সুযুক্তি আছে, তেমনি কুযুক্তিও রয়েছে। অর্থাৎ কেউ বা নাচে যুগের তালে, কেউবা হুজুগে, প্রযুক্তির অপব্যবহারের লোকও আছে।’ প্রযুক্তির প্রভাবে সম্পর্কের কি অবনতি ঘটে সেসব বিষয়ই নাটকটিতে তুলে ধরতে চেষ্টা করেছি।’ নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, মীর সাব্বির, সারিকা সাবরিন, সুভাশিষ ভৌমিক, শামীম, সিমরিন লুবাবা, নজরুল ইসলাম, বিণয় ভদ্রসহ আরো অনেকে। নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন এ,পি শুভ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। পরিবেশিত হবে কেয়া কসমেটিকস লিমিটেড এর সৌজন্যে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন