বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

ঢাকায় ফিরে যানবাহন না পেয়ে চরম ভোগান্তি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২১, ১১:০০ এএম

আজ শুক্রবার থেকে ফের শুরু হয়েছে ১৪ দিনের কঠোর ‘লকডাউন’ বা বিধিনিষেধ। এবারের বিধিনিষেধ আগের যেকোনো বারের চেয়ে কঠোর হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। যানবাহন ও মানুষের চলাচল নিয়ন্ত্রণে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও মাঠে থাকবেন বলে জানানো হয়।

সকাল থেকেই রাজধানীর রাস্তায় বাস চলাচল করতে দেখা যায়নি। সড়কে রিকশা, ভ্যান, সিনজিচালিত অটোরিকশা, পিকআপ, মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে।

এদিকে, নিজ এলাকায় ঈদ শেষে যারা আজ রাজধানীতে পৌঁছেছে তাদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। গণপরিবহণ না থাকায় এবং অন্যান্য যানবাহন কম থাকায় রিকশা দেখলেই হুমড়ি খেয়ে পড়ছেন ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরা সাধারণ মানুষ।


সকালে সদরঘাটে গিয়ে দেখা যায়, বাড়ি থেকে ফেরা হাজারও মানুষ যানবাহনের আশায় দাঁড়িয়ে রয়েছে। অনেকে মাইক্রোবাসে বা পিকআপভ্যানে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। এ ছাড়া ঈদ শেষে বিভিন্ন অফিস খুলে যাওয়ায় অনেককে প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহণে করে অথবা রিকশায় গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।

সায়েদাবাদ বাস টার্মিনালেও দেখা গেছে একই চিত্র। অনেককে যানবাহন না পেয়ে ক্লান্ত হয়ে রাস্তার পাশে বসে থাকতে দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে শিশুরা।

যানবাহন না পেয়ে বেশির ভাগ মানুষকে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওয়ানা হতে দেখা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (8)
Md. Ahosan Habib Imroz ২৩ জুলাই, ২০২১, ১২:২৮ পিএম says : 0
অদ্ভুত উটের পিঠে চলছে সদেশ!
Total Reply(0)
Mansur Sheikh Marjan ২৩ জুলাই, ২০২১, ১২:২৮ পিএম says : 0
যানবাহন পাবে না এটা আগের কথা। তারা জেনেই এসেছে। বরং তাদের আসতে নিষেধ করা হয়েছে তারা জোড় করে এসেছে যা করোনা ঝুঁকি আরো বাড়িয়ে দিয়েছে।
Total Reply(0)
Parvez Khan ২৩ জুলাই, ২০২১, ১২:২৮ পিএম says : 0
29 তারিখ পর্যন্ত যানবাহন চলা চল এর দাবি জানাচ্ছি....
Total Reply(0)
Mahmudul Hasan Mahmud ২৩ জুলাই, ২০২১, ১২:২৮ পিএম says : 0
সরকারতো আগেই ঘোষণা দিছে ২৩ তারিখ থেকে কঠোর লকডাউন দিবে উনারা আগের দিন আসতো
Total Reply(0)
Kamal Pasha Jafree ২৩ জুলাই, ২০২১, ১২:২৮ পিএম says : 0
করোনা নিয়েই ফিরেছে সাবধান ঢাকাবাসী।
Total Reply(0)
মিলন রহমান ২৩ জুলাই, ২০২১, ২:৫১ পিএম says : 0
সরকার প্রথম থেকেই সতর্ক করছে ২৩ তারিখ থেকে লক ডাউন কঠোরভাবে অনুসরণ করা হবে যে কোন মুল্যে। বার বার বলা হয়েছে যে যেখানে আছেন সেখানে অবস্থান করার জন্য তারপরও মানুষ গুরুত্ব না দিয়ে ঢাকায় ফিরছে? মানুষ যদি শুরু থেকেই লকডাউন মেনে চলতো তাহলে আজকের পরিস্থিতি সৃষ্টি হতো না।
Total Reply(0)
মিলন রহমান ২৩ জুলাই, ২০২১, ২:৫২ পিএম says : 0
সরকার প্রথম থেকেই সতর্ক করছে ২৩ তারিখ থেকে লক ডাউন কঠোরভাবে অনুসরণ করা হবে যে কোন মুল্যে। বার বার বলা হয়েছে যে যেখানে আছেন সেখানে অবস্থান করার জন্য তারপরও মানুষ গুরুত্ব না দিয়ে ঢাকায় ফিরছে? মানুষ যদি শুরু থেকেই লকডাউন মেনে চলতো তাহলে আজকের পরিস্থিতি সৃষ্টি হতো না।
Total Reply(0)
Zakir hossain ২৪ জুলাই, ২০২১, ৮:২১ এএম says : 0
সরকার শুধু তার ঘোষোনা দিলো আর দাইত্য শেষ এখন পযন্ত বিজিএমকে দিয়ে কোন সিদান্ত পৈাছাতে পারেনি তাহলে গারমেন্স শ্রমিকরা কি করবে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন