আজ শুক্রবার থেকে ফের শুরু হয়েছে ১৪ দিনের কঠোর ‘লকডাউন’ বা বিধিনিষেধ। এবারের বিধিনিষেধ আগের যেকোনো বারের চেয়ে কঠোর হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। যানবাহন ও মানুষের চলাচল নিয়ন্ত্রণে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও মাঠে থাকবেন বলে জানানো হয়।
সকাল থেকেই রাজধানীর রাস্তায় বাস চলাচল করতে দেখা যায়নি। সড়কে রিকশা, ভ্যান, সিনজিচালিত অটোরিকশা, পিকআপ, মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে।
এদিকে, নিজ এলাকায় ঈদ শেষে যারা আজ রাজধানীতে পৌঁছেছে তাদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। গণপরিবহণ না থাকায় এবং অন্যান্য যানবাহন কম থাকায় রিকশা দেখলেই হুমড়ি খেয়ে পড়ছেন ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরা সাধারণ মানুষ।
সকালে সদরঘাটে গিয়ে দেখা যায়, বাড়ি থেকে ফেরা হাজারও মানুষ যানবাহনের আশায় দাঁড়িয়ে রয়েছে। অনেকে মাইক্রোবাসে বা পিকআপভ্যানে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। এ ছাড়া ঈদ শেষে বিভিন্ন অফিস খুলে যাওয়ায় অনেককে প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহণে করে অথবা রিকশায় গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।
সায়েদাবাদ বাস টার্মিনালেও দেখা গেছে একই চিত্র। অনেককে যানবাহন না পেয়ে ক্লান্ত হয়ে রাস্তার পাশে বসে থাকতে দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে শিশুরা।
যানবাহন না পেয়ে বেশির ভাগ মানুষকে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওয়ানা হতে দেখা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন