শত শত যানবাহন রাত থেকে নদী পাড়ে অপেক্ষায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহণ শ্রমিকরা।
জানা যায়, ঘন কুয়াশার কারণে সাড়ে ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন।
শুক্রবার সকাল ৮টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জামাল হোসেন ফেরি চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জামাল হোসেন বলেন, মধ্যরাতের দিকে হঠাৎ কুয়াশার পরিমাণ বেড়ে যায়। এ সময় ফগলাইট দিয়েও সামনে কিছু দেখা যাচ্ছিল না।তাই নৌদুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকালে কুয়াশার পরিমাণ কমে এলে ৭টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন