সারা দেশে শুরু হয়েছে ১৪ দিনের কঠোর লকডাউন। ঈদের পর নতুন করে শুরু হওয়া লকডাউনের প্রথম দিনে আজ শুক্রবার নগরীর কোথাও খুব একটা কড়াকড়ি পরিস্থিতি লক্ষ্য করা যায়নি। যান্ত্রিক যানবাহন খুব একটা চলাচল না করলেও রিকশা, ভ্যান ও ব্যাটারী চালিত ইজিবাইক সড়ক মহাসড়কে চলাচল করছে।
বড় বড় শপিং মল বন্ধ রয়েছে। তবে অলিতে গলিতে দোকান পাট খোলা রয়েছে। রাস্তার মোড়ে মোড়ে জনসমাগম দেখা গেছে। নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট ছাড়া অন্য কোথাও আইন শৃংখলা বাহিনীর টহল চোখে পড়েনি। ফলে মানুষ অন্যান্য দিনের মতই স্বাভাবিকভাবে ঘরের বাইরে বের হচ্ছেন। কারণে অকারণে ঘোরাঘুরি করছেন।
এদিকে আজও খুলনায় ফিরছেন ঈদ করতে দূর দূরান্তে যাওয়া মানুষ। গত রাত থেকে ট্রেন চলাচল বন্ধ করা হলেও গণ পরিবহণ বন্ধ হয়নি। এ কারণে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে রাতে যাত্রী নিয়ে ছেড়ে আসা নৈশ কোচ গুলো সকালে খুলনায় ফিরছে।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার জানিয়েছেন, লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। তিনি সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার আহবান জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন