কঠোর বিধি-নিষেধে ফাঁকা নগরীর রাস্তাঘাট। দোকান পাট, মার্কেট বন্ধ। হাটবাজারেও তেমন ভিড় নেই। শুক্রবার প্রথম দিনে রাস্তায় কিছু ব্যক্তিগত যানবাহন ও রিকশা চলাচল করতে দেখা যায়। ঈদুল আজহার ছুটি শেষ না হতেই শুরু দুই সপ্তাহের এ লকডাউনে নগরীর প্রধান প্রধান সড়ক ছিলো প্রায় জনশূন্য। তবে অলিগলি এবং উম্মুক্ত স্থানগুলোতে মানুষের ভিড় জটলা দেখা যায়। নগরজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দেখা যায়। মাঠে আছে সেনাবাহিনীর সদস্যরাও। লকডাউনের মধ্যেও অনেকে গ্রামে ঈদ শেষে নগরীতে ফিরেন। নগরীর প্রতিটি প্রবেশ পথে পুলিশের চেক পোস্টে তাদের জেরারমুখে পড়তে হয়। ঈদের পর এমনিতেই নগরীতে যানবাহন এবং লোকজন কম থাকে। সেই সাথে লকডাউন যোগ হওয়ায় ফাঁকা নগরীর বেশির ভাগ এলাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন