চাঁদপুরের মতলব উত্তর উপজেলা উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪টি মামলায় ২ হাজার ৫’শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । লকডাউন বাস্তবায়নে অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
জানা যায়, লকডাউনের দ্বিতীয় দিন শনিবার (২৪জুলাই) উপজেলার মতলব ব্রীজ প্রান্তে ও বিভিন্ন স্থানে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান । এ সময় লকডাউন ও বিধিনিষেধ অমান্য করায় ৪টি ২ হাজার ৫’শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট ও মতলব উত্তর থানার পুলিশের টিম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪টি মামলায় ২ হাজার ৫’শত জরিমানা করা হয়েছে। করোনা মোকাবেলায় আমরা সবাই মিলে কাজ করছি। টিম ওয়ার্কের মাধ্যমে পুরো উপজেলা লকডাউন বাস্তবায়নে কাজ চলছে। অনুগ্রহ করে সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি। বিনা কারণে ঘরের বাইরে বের হবেন না। কেউ স্বাস্থ্যবিধি মেনে না চললে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন