শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এবারের ‘ইত্যাদি’তে আইলারে নয়া দামান.. গানের সিলেটের তসিবা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২১, ৩:৪২ পিএম | আপডেট : ৪:১০ পিএম, ২৭ জুলাই, ২০২১

প্রতিবার দর্শকদের উপস্থিতিতে পর্ব ধারণ করা হলেও এবারই হচ্ছে ব্যতিক্রম; দর্শকহীন দেশের সবচেয়ে জনপ্রিয় বিনোদনভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ দেখা যাবে আগামী শুক্রবার। এবার এই অনুষ্ঠানের পর্ব ধারণ করা হয়েছে ঢাকার উত্তরায় দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেল লাইন-৬ এর ডিপোতে। তবে ইত্যাদির অন্যতম আকর্ষণ হচ্ছে সিলেট এবার। সিলেট অঞ্চলের একটি গান, গানের প্রকৃত ইতিহাস তুলে ধরা হবে এবারের পর্বে। একইসাথে গানও থাকছে সিলেট অঞ্চলের একজন শিল্পীর। সম্প্রতি সিলেট অঞ্চলের একটি গান ‘আইলারে নয়া দামান....’ ঝড় তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু গানটির প্রকৃত গীতিকার নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। ‘ইত্যাদি’র এবারের পর্বে তুলে ধরা হবে এই গানটির প্রকৃত ইতিহাস। পাশাপাশি মঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছে সেই চিকিৎসকদের, যাদের নৃত্যে হুট করেই আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছে গানটি। ‘আইলারে নয়া দামান...’ গানটি সারাদেশে পৌঁছে গেছে সিলেটের দুই উদীয়মান শিল্পী মুজা ও তসিবা বেগমের মুখের সুরে। গানটি গেয়েছেন তসিবা, এর আয়োজনে ছিলেন মুজা। ইত্যাদিতে এবারে থাকছেন সিলেটের শিল্পী তসিবা বেগমও। তসিবা সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারের কামারগাঁও গ্রামের মেয়ে। বেড়ে ওঠেছেন সিলেট শহরতলির খাদিমনগরে। তিন বোন এক ভাইয়ের মধ্যে মেজো তসিবা। টিকটকে নিয়মিত ভিডিও পোস্ট করেন তিনি। বিশেষ করে বাজনা ছাড়া গান ও সিলেটের অঞ্চলিক ভাষায় কথা বলে নজর কেড়েছেন সবার তিনি। এবারের ইত্যাদিতে সংগৃহীত কথা ও সুরে তসিবার জন্য একটি গান নতুনভাবে করা হয়েছে রেকর্ড। গানটির র‌্যাপ অংশ গেয়েছেন মাহমুদুল হাসান। সংগীতায়োজন করেছেন তরুণ সংগীত পরিচালক নাভেদ পারভেজ। গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন ‘ইত্যাদি’র নৃত্যশিল্পীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Add
MR Shafayet Talukder Gopaljonja ২৮ জুলাই, ২০২১, ১২:১১ পিএম says : 0
আমার খুব জনো প্রিয় গান আইলারে নয়া দামান
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর