শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুনামগঞ্জে একদিনে করোনায় আরও তিনজনের মৃত্যু

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২১, ৭:৪৩ পিএম

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুনামগঞ্জে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ২ জন এবং জামালগঞ্জ উপজেলার ১ জন। এনিয়ে জেলায় মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে। বুধবার (৪ আগস্ট) জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসকের করোনা পরিস্থিতি প্রতিবেদন থেকে এ তথ্য জানাগেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, একদিনে জেলার ১১টি উপজেলা ও ৪টি পৌরসভায় মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, ৯৭ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৫৭ জন, দোয়ারাবাজারে ৪ জন, বিশ্বম্ভরপুরে ১ জন, তাহিরপুরে ২জন, জামালগঞ্জে ৭ জন, ছাতকে ৭ জন, জগন্নাথপুরে ১৬ জন, দক্ষিণ সুনামগঞ্জে ২ জন ও শাল্লায় ১ জন রয়েছেন।

এ পর্যন্ত জেলা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে জেলায় মারাগেছেন মোট ৫৫জন। মারা যাওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলা ১৮ জন, দোয়ারাবাজারে ১ জন, বিশ্বম্ভরপুরে ২ জন, তাহিরপুরে ২ জন, জামালগঞ্জে ৩ জন, দিরাইয়ে ৩ জন, ধর্মপাশায় ৪ জন, ছাতকে ১৩ জন, জগন্নাথপুরে ৮ জন এবং দক্ষিণ সুনামগঞ্জে ১ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন