পটুয়াখালীর বাউফল উপজেলায় জসিম খালিফা নামের এক ব্যক্তির একটি মেশিনারিজ যন্ত্রপাতির দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত দেরটার দিকে উপজেলার কালাইয়া বন্দরের সাহেদা গফুর হাসপাতাল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতালে অবস্থান করা প্রত্যক্ষদর্শী নুরুল হক বলেন, রাত দেরটার দিকে তিনি আগুনের লেলিহান দেখে চিৎকার দিতে থাকেন। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা নেমে এসে ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই আগুন নিভিয়ে ফেলে।
জসিম খলিফা বলেন, তার দোকানে মেকানিক কাজে ব্যবহৃত প্রায় চার লাখ টাকার মেশিনারিজ যন্ত্রপাতি ছিল। যা মুহূর্তের মধ্যে দোকানসহ পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর (ভারপ্রাপ্ত) ষ্টেশন ম্যানেজার লিডার মো. আনোয়ার হোসেন বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি এখনও নির্ধারণ করা হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন